আনন্দবতী মেয়ে আমি হাওয়ায় উড়াই চুল,চোখের ভেতর ছলাৎ ছলাৎ মনের ভেতর নীল ঘাসফুল অভিমানের সবটুকু নির্যাস পান করে তার অবহেলা কে আঁকড়ে নিয়ে আবার তাকে স্পর্শ করি । জটিলতা ছাড়া নিষ্পাপ এ মনের আনাচ-কানাচ পরিযায়ী পাখীর মতো ডানা ঝাপটায়--- পুড়ে যায় আগুণে রোদ্দুরের রশ্মি , নাকি বাতাস ভরা ছাই উড়িয়ে নিয়ে যায় একেকটি দীর্ঘশ্বাস ? প্রশ্নগুলো কে যন্ত্রণার অনেক অনেক গভীরে সমাধিস্থ করে তার কাছে যাই--- স্পর্শের বাইরে থেকে ছুঁয়ে আনি তার না-দেয়া সময় , আর টেনে নিয়ে চলি বন্ধ্যা কিছু সম্পর্ক । চোরাবালির মধ্যে ডুবতে ডুবতে আমি ঢেউ খুঁজে বেড়াই্ , আর সে তখন ভাসায় সুলুপ । অথচ ভাবনার পাখোয়াজে অহর্নিশ তারই দেয়া সুর--- অবশেষে কালো হয়ে যাওয়া হৃদয় কেবলই শরীরের দেহাতিপাত করে । অন্যদিকে দীর্ঘ রাত টেনে নিয়ে যায় দিনের কাছে , এভাবেই রঙহীন একটি বসন্ত আসে অবহেলার নৌকোতে চড়ে । এন্টিগোনিশ , কানাডা ১০ ফেব্রুয়ারী , ২০১২ ইং
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।