আমাদের কথা খুঁজে নিন

   

ক্রমাগত বর্ণহীন বসন্ত……নীলাঞ্জনা নীলা

আনন্দবতী মেয়ে আমি হাওয়ায় উড়াই চুল,চোখের ভেতর ছলাৎ ছলাৎ মনের ভেতর নীল ঘাসফুল অভিমানের সবটুকু নির্যাস পান করে তার অবহেলা কে আঁকড়ে নিয়ে আবার তাকে স্পর্শ করি । জটিলতা ছাড়া নিষ্পাপ এ মনের আনাচ-কানাচ পরিযায়ী পাখীর মতো ডানা ঝাপটায়--- পুড়ে যায় আগুণে রোদ্দুরের রশ্মি , নাকি বাতাস ভরা ছাই উড়িয়ে নিয়ে যায় একেকটি দীর্ঘশ্বাস ? প্রশ্নগুলো কে যন্ত্রণার অনেক অনেক গভীরে সমাধিস্থ করে তার কাছে যাই--- স্পর্শের বাইরে থেকে ছুঁয়ে আনি তার না-দেয়া সময় , আর টেনে নিয়ে চলি বন্ধ্যা কিছু সম্পর্ক । চোরাবালির মধ্যে ডুবতে ডুবতে আমি ঢেউ খুঁজে বেড়াই্ , আর সে তখন ভাসায় সুলুপ । অথচ ভাবনার পাখোয়াজে অহর্নিশ তারই দেয়া সুর--- অবশেষে কালো হয়ে যাওয়া হৃদয় কেবলই শরীরের দেহাতিপাত করে । অন্যদিকে দীর্ঘ রাত টেনে নিয়ে যায় দিনের কাছে , এভাবেই রঙহীন একটি বসন্ত আসে অবহেলার নৌকোতে চড়ে । এন্টিগোনিশ , কানাডা ১০ ফেব্রুয়ারী , ২০১২ ইং

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.