আমাদের কথা খুঁজে নিন

   

জামায়াতে ইসলামির কিছু নির্দিষ্ট ইস্যু

পৃথিবীতে এখনো ভাল মানুষের সংখ্যাই বেশি জামায়াতে ইসলামির কিছু নির্দিষ্ট ইস্যু আছে যা পুঁজি করে যুগে যুগে, সেই একাত্তর হতে আজকের ২০১৩ পর্যন্ত, তারা বিভ্রান্ত করে আসছেন এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের। আর তাদের এসব ইস্যুকে আমাদের সামনে তুলে ধরে Shyan Bin Rahim Rafi করেছেন তাদের মুখোশ উন্মোচন। অমুসলিম-নাস্তিক ১৯৭১ সালে জামাতি রাজাকাররা বলেছিলো পাকিস্তানীদের বিরুদ্ধে প্রতিবাদ করা বা যুদ্ধ করা হবে অধর্মীয় এবং কুফরী। মুক্তিযুদ্ধে যাওয়াটা নাকি ছিল ইসলামের বিরুদ্ধে যাওয়া, তাই দেশের সকল মুক্তিযোদ্ধাদের তারা আখ্যায়িত করেছিলো হিন্দু বা নাস্তিক-কাফের হিসেবে। ২০১৩ সালেও খেয়াল করলে দেখবেন বিভিন্ন জায়গায় বলা হচ্ছে শাহাবাগে যোগদানকারি সবাই নাকি নান্তিক-বেধর্মী।

রাজাকারদের ফাঁসির এ আন্দোলন করা নাকি ইসলামের বিরুদ্ধে যাওয়া এবং অমুসলিম হয়ে যাওয়া। নারীর প্রতি অবমাননা ১৯৭১ সালে পাকিস্তানী ও জামায়াতিরা মিলে সম্ভ্রমহানী করেছিলো দুই লক্ষ মা-বোনের। বাঙালি নারীদের গণিমতের মাল বলে তারা তুলে দিয়ে এসেছিলো পাকিস্তানীদের গাড়িতে। এই ২০১৩ সালে এসেও তারা শাহবাগে উপস্থিত নারীদের অভহিত করছেন দুশ্চরিত্রা আর দেহপসারিনী হিসেবে। এতেই প্রমাণ করে তাদের কাছে আমাদের মা-বোনদের সম্ভ্রমের মূল সেই একাত্তরের মতই স্বস্তা এবং বিকিয়ে দেবার মতই।

ভারতের লেজুড়বৃত্তি ১৯৭১ সালে জামাতের রাজাকাররা আমাদের মুক্তিযোদ্ধাদের অবহিত করতো ভারতীয় দালাল হিসেবে। বলতো, ভারতে ট্রেনিং নিয়ে এসব হিন্দু-নাস্তিকরা লড়ছে ইসলামের বিরুদ্ধে । খেয়াল করলে দেখবেন, এই ২০১৩ সালেও, শাহবাগে এই আন্দোলন শুরু হবার পর বিভিন্ন জায়গায় বলা হচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র’এর মদদে নাকি এই আন্দোলন এবং তা মঞ্চায়ান হচ্ছে ভারতীয় টাকায়। আর আন্দোলনকারীদের যথারীতি ট্যাগ দেওয়া হচ্ছে ভারতীয় দালাল হিসেবে। গৃহযুদ্ধ জামাতের কাছে আজও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধটা একটি গৃহযুদ্ধ।

এরা কখনই আমাদের মহান মুক্তিযুদ্ধটাকে সম্মান করেনি এবং এখনও করে না। জামায়াতের আইনজীবিরা আদালতে নিয়মিত অপমান করেছেন মুক্তিযুদ্ধকে গৃহযুদ্ধ বলে। খেয়াল করলে দেখবেন ২০১৩ সালের এই আন্দোলন শুরু হবার পর প্রকাশ্য জনসভায় জামায়াত ঘোষণা দিয়েছে রাজাকারদের ফাঁসি দিলে নাকি দেশে আবার গৃহযুদ্ধ শুরু হবে। একাত্তরে তারা এদেশের স্বাধীনতার বিরুদ্ধে যেসব যুক্তি তুলি লাখো বাঙ্গালির গণহত্যা করেছিলো, এই ২০১৩ তেও সেই একই যুক্তি ব্যবহার তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে প্রজন্ম চত্বরের গণজাগরণ মঞ্চের আন্দোলনকে। তাই তাদের এসব ধর্ম নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান, প্রতিবাদ করুন, আর যোগ দিন, নিয়মিত আন্দোলনে।

মুক্তিযুদ্ধের গল্প শোন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.