সব লেখার স্বত্ব লেখকের সংরক্ষিত
কাল সারারাতের বৃষ্টিতে ডুবে গেছে ঢাকার অধিকাংশ এলাকা। বিগত ক'বছর ধরে আমি ফার্মগেটের জাহানারা গার্ডেনে থাকি। যত বৃষ্টিই হোক জাহানারা গার্ডেনে কখনও পানি জমতে দেখিনি আজ সেখানে কোমড় পানি। সারা ঢাকাই পানিতে সয়লাব। যাদের অফিস যেতে হবে তারা প্রথমে টিভির খবর দেখুন ঢাকা আজ ছুটি হয়ে যেতে পারে কিনা শিওর হয়ে তবে বের হন।
মতিঝিলে যাদের অফিস তারা বাস থেকে নেমে নিজের অফিসে যেতে পুরা ভিজে যাবেন। ভাল হয় সুবিধা মত কোথাও নেমে তারপর রিক্সা নিয়ে আসা। আমি দৈনিক বাংলা মোড়ে নেমে ভাগ্য গুনে রিক্সা পেয়ে গিয়েছিলাম। এ মুহুর্তে রিক্সা হচ্চে না ভেজার সবচেয়ে উপযুক্ত বাহন। তবে তাদের এই কষ্টের উপযুক্ত মুল্য দিতে ভুলবেন না আশাকরি।
সবশেষে একটা প্রশ্ণ কোথায় চলছি আমরা? সামনে না পেছনে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।