আমাদের কথা খুঁজে নিন

   

সভ্য যুগের অসভ্যতা

তবু যে আমার বাংলাদেশ

আমার কবি বন্ধু সৈকত বিজয়'র "প্রতিবাদ" কবিতা বই থেকে নিলাম । আমার ভালো লেগেছে । তাই শেয়ার করলাম : সভ্য যুগের অসভ্যতা সৈকত বিজয় যুগে যুগে একই দাবী এযে মোদের সভ্য যুগ, সভ্য হয়না গুটি কয়েক করলে কেবল সুফল ভোগ। আয়েস গড়ে পরকে হরে বলে মোদের সভ্যতা, অসভ্যতায় হয় দাবীদার থাকে যেথায় দুঃখ ব্যথা। গুটি কয়েক আয়েস করে কাউকে ধরে কাউকে মারে মারার তরে তৈরি করে ভিন্ন রকম মরণাস্ত্র, পৌষে কেহ পূর্ণ হয়েও হরণ করে পরবস্ত্র।

পরমানুর পরম কণা ভেঙ্গে তারা বানায় বোমা। সুখের তরে বিষক্রিয়ায় ভাঙ্গছে নিত্য ওজন স্তর মরণ ব্যাধির করাল গ্রাস তাদের কাছে নিছক জ্বর। জ্বর ছাড়াতে আছে বড়ি ঢাল ডাকা কাড়ি কাড়ি সত্য মানুষ নিঃস্ব হয়ে এমনি তাহার ঠাঁইটি পথে, গড়া সভ্যে, সভ্যজনের বিলাস ভারী সভ্যতাতে। সভ্য বোমায় চলিছে ত্রাস অসভ্যকে করিছে গ্রাস সভ্যতারই দোহাই দিয়ে, মুখে তোদের বড় কথা নয় কিরে নয় সভ্য যুগে চরম কোন অসভ্যতা। এযে তোদের সভ্য যুগ মুখে বলে ভরিস বুক অসভ্য সব কর্ম দিয়ে সভ্যতারই তৃপ্তি মনে, সভ্য ধরার সভ্য মানুষ হ ওরে হ সভ্য গুণে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।