আমাদের কথা খুঁজে নিন

   

মেঘপঞ্জিকা - দখিনা হাওয়া

মনের জানালায় দাঁড়িয়ে ভাবনাগুলোর মিলিয়ে যাওয়া দেখি। গুচ্ছ গুচ্ছ মেঘ হয়ে, ঐ দূর দিগন্ত পানে...

রুমের সব লাইট অফ করে বসে আছি। আর রিপিটে দিয়ে একটা গান শুনছি। বেজেই চলেছে গানটা একটানা। জানালাটা খোলা।

দখিনা হাওয়া তার সকল সুখ বার্তা নিয়ে থেকে থেকে আছড়ে পড়ছে যেন আমার মনের জানালায়। কোনো এক অদ্ভুত কারণে মনটা আজ বেজায় ভালো। বাধনছেড়া ঘুড়ির মতো নেচে নেচে উড়ে উড়ে বেড়াচ্ছে। হারিয়ে যাচ্ছে দূরে সুদূরে কোথাও। প্রাণের এই উচ্ছ্বাস প্রকাশিব সেই শব্দ আমার কোথায়।

পারেন তো সে এক 'শব্দের ঈশ্বর'। হে আমার রবীন্দ্রনাথ- বাণী দাও। তোমার জাদুকরী শব্দই পারে আজি প্রকাশিতে মোর হৃদয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।