মহলদার
আজ আমার ইয়াহু একাউন্ট হ্যাক হয়েছে। বিগত কয়েক দিন ধরে একটা মেইল পাচ্ছিলাম এরকম, ইয়াহু যেসব একাউন্ট অব্যবহৃত আছে সেগুলো মুছে ফেলবে। তোমার একাউন্ট যে অব্যবহৃত নয় সেটা প্রমানের জন্য নিচের ফর্মটি পূরণ করে পাঠাও। ফর্মে ইয়াহু আইডি এবং পাসওয়ার্ডের তথ্য চাওয়া হয়েছিল। আমি প্রথম দুই তিনবার এই মেইল পেয়ে গা করিনি।
সব শেষ যে মেইল পেলাম সেটা এরকম, তুমি যদি এই ফর্মটি ২৪ ঘন্টার মধ্যে পূরণ না কর তাহলে তোমার ইয়াহু একাউন্ট স্থায়ীভাবে মুছে ফেলা হবে। ভাবলাম, খাইছে ইয়াহু এতবার রিমাইন্ডার দিচ্ছে, দি ফর্মটি পূরণ করে। ফর্মটি পূরণ করি গত সপ্তাহে। একবার মনে হয়েছিল আমার অন্য একাউন্টে তো এরকম মেইল আসেনি। আমি কি পাসওয়ার্ড দিয়ে ভুল করলাম! আবার ভাবলাম ওটি তো অনেক পুরোনো একাউন্ট।
সব গুলোতে মেইল না ও আসতে পারে। প্রায় ১ সপ্তাহ পর আজ সকালে ফোনের পর ফোন আসতে লাগল। আমি তখনও মেইল চেক করিনি। আমার এড্রেসবুকে যত আইডি সেভ করা ছিল সব গুলোতে মেইল পাঠানো হয়েছে এরকম, আমি লন্ডনে একটা মিশনে গিয়ে আমার হোটেলে যাওয়ার পথে আমার ব্যাগ চুরি হয়ে গেছে। আমার ব্যাগে টাকা এবং পাসপোর্ট ছিল।
এখন আমি খুব বিপদে আছি। আপনিই একমাত্র আমাকে এমতবস্থায় সাহায্য করতে পারেন। আমাকে ১০০০ পাউন্ড পাঠান। আমি দেশে ফিরে আপনার টাকা পরিশোধ করে দিব, এরকম অনেক কিছূ। আমি মেইলে ঢোকার চেষ্টা করলাম দেখি পাসওয়ার্ড কাজ করে না।
বুঝলাম খেল খতম। আমার ওই আইডি ও পাসওয়ার্ড দিয়েই ফেসবুক ও ফ্লিকার সহ অনেক ফোরামের একাউন্ট ছিল। এখন সেগুলোতেও ঢুকতে পারছিনা। কেউ কেউ আবার উল্টো রিপ্লাই দিয়েছে, টাকা পাঠাবো কিভাবে, কোথায়? কিছুক্ষণ পর তারা আবার একটা ফিরতি মেসেজ পেয়েছে আমার নাম এবং নুতন একটা এড্রেস দিয়ে।
এই ঘটনার পর ইয়াহুতে অন্য একাউন্ট দিয়ে রিপোর্ট করলাম।
ইয়াহুতে গিয়ে জনতে পারলাম ইয়াহু কখনো এরকম মেইল পাঠায় না। ইয়াহুর নাম করে এরকম মেইল আসতে পারে কখনো কখনো। এগুলোকে নাকি পিসিং মেইল না কি যেন বলে দেখলাম। ফেসবুকে তখনো ঢুকতে পারছিলাম। ঘটনা জানিয়ে একটা মেসেজ দিলাম আমার ওয়ালে।
বিকালে দেখি সেটা উধাও এবং পাসওয়ার্ড কাজ করছে না। তখন পাসওয়ার্ড চেঞ্জ করার কথা মাথায় আসেনি। বিকালে ফেসবুকে ও ফ্লিকারে রিপোর্ট করলাম। সারাদিন ফোন ধরতে ধরতে আর জবাব দিতে দিতে অস্থির। মনটা ভীষণ খারাপ।
আচ্ছা, ব্লগের বিশেষজ্ঞ বন্ধুরা কেউ কি অনুগ্রহ করে জানাবেন আমার এখন কি করণীয় আছে? আমার এত আইডি, ডেটা (সেন্ট আইটেমস) সব কি হারিয়ে যাবে? আমি কি করবো এখন??????? ইয়াহুতে পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে বলে এই আইডি টি লক করা হয়েছে। ২৪ ঘন্টা পর আবার চেষ্টা করতে বলেছে। আমার সামু একাউন্ট ও ওই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে খোলা হয়েছিল। এখন আমার সামুর একাউন্টের কি কিছু হবে?? কি করণীয় আছে এখন?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।