আমাদের কথা খুঁজে নিন

   

শ্যাষ হইয়া গ্যালাম রে,

হত্যা করেছি নিজেকে...এখন শুধু পাপ বয়ে বেড়াচ্ছি

মুবিলে রিং হুইনা লাফ মাইরা উটলাম কারন ঘুমের মইধ্য তাকলে হগ্গলেই এমুন লাফ মাইরা উটে। কচ্ছপে ফুন দিছে আইজক্যা নাকি আবার ফুটবল কেলা আছে। আমি কইলাম তাতে কি আমার চোইদ্দ গুষ্ঠির কেউ ফুটবল কেলে নাই, সে আমারে কয় পিলিয়ার সর্ট তাই আমারে কেলতে হইবো, আর না খেইল্যা খালি মাঠে দুরাইলেই হইবো। মাডে বাইশটা পুলাপাইন দোরাইলেই সোন্দর দেহাইব। আমুনা কইতেই সে বিলা হইয়া কয় না আইলে হে আমার গাড়ীর চাক্কার হাওয়া ফুস কইরা দিবো, আমার বউয়ের উপরে গজব দিবো, চামে পাইলে আমার ল্যাপটপ বাইঙ্গা আলাইবো।

এমুন থেরেট হুনার পর আমি কম্বলের তলের থেইক্যা মাতা বাহির কইরা জলদি কইরা বাইর হই গ্যলাম। মাডে যাইতে দেহি উদ ও আছে, তারে দেইক্যা মাতাঠা বিলা হই গ্যালো। আলায় ৩নম্বর বারির সামনে খারায়া থাহে আর হেটকায়। কচ্ছপ দেহি দুরে খারায়া কি জানি করতাছে। ঠ্যাংঙ্গের লগে দেহি ফুটবল।

আবে আলার জীবনে কুনু দিন ফুটবল কেলি নাই আইজ কুন কেয়ামত যে হয় বুঝতেআরতাছিনা। কচ্ছপের লগে দেহা হইল, কইল তুই খালি মাডে দোরাইবি, আর পুলাপানরে ঠ্যাকায়া রাকপি। আমি তারে কইলাম দুস্ত আমি গোলপুষ্টের মাঝে খারায়া থাহি একটা বল ও ডুকপার দিমু না। হে কয় আরে বলদ আমার এও বরো শরীর কি কামের। বল পুষ্টে ডুকবো না তোরা খালি ওগোরে ঠেকাই রাকপি।

খেলা শুরু হইল। আবে আলার সব দেহি দামরা দামরা পুলাপাইন, একেকটার ঠ্যাঙ্গ কও বরো। আমি একটারে টার্গেট বানাইলাম আলায় যেদিক যায় আমিও হেদিক যাই। তার কাছে বল আইলেই বলঠা কুনু রকম লইয়া মাঠের বাইরে পাঠাই দেই। দুই বার আলারে ল্যাঙ মাইরা এক্কেরে হালাই দিছিলাম।

কতখন পরে দেহি আলায় মাঠ ছাইরা গ্যাছে গা। এবার আরেকটারে ধরলাম। এই আলায় দেহি আমার মত খালি বাইজ্জা থাহে। কচ্ছপে কইল আমাগো নাকি একটা গোল মারন লাগব, নইলে আমরা জিতুম না। কি এক্কান কাম দিল, এহন গোল ক্যামনে করুম।

দেহি হগ্গলে বল লইয়া আমাগো দিকে আহে ওমনি আমিও বল লইয়া ওগো দিকে গেলাম, আবে আলার এবার দেহি আমার লগে একটা বাইজ্জা রইছে, বল মারবারি পারি না। আমারে ধাক্কা মাইরা হালাই দিছে। এমুন ব্যথা পাইছিরে মাগো। মাঠের মাইজকান থেইক্যা হঠাৎ কইরা বলঠা আনমনে আমার কাছে আইয়া পড়ল, দেহি চক্ষের সামনে খালি কেউ নাই বল লইয়া দিলাম দৌড়, ওমা কুথা থেইক্যা দেহি পাচ ছয়ঠা আমার পিছে আইয়া পরছে, আমারে লইয়া টানাটানি করতাছে আলার পুলারা ইদ শ্যাষ হইয়া গ্যাছে এমুন কুলাকুলি করন লাগবো না। এক্কেরে পুষ্ঠের সামনে আইয়া পরছি যেইনা বলে একটা কিক মারুম ওমনি কুন আলায় জানি আমার চিকনা ঠ্যাঙ্গে এমুন একটা লাত্তি মারছে যে আমি ডিগবাজি মাইরা এক্কেরে গোলের ভিতরে হান্দায়া গ্যালাম।

চোখ খুইলা দেহি জালের ভিতরে আমি মাছের মত চাইয়া রইছি। জাল থুন বাইর হইয়া যেই না খারাইতে গ্যাছি ওমনি পইরা গ্যালাম, চাইয়া দেহি আমার চিকনা ঠ্যাঙ্গ ফুইলা বট গাছ হইয়া গ্যাছে। ওমা রে আমারে শ্যাষ করছে রে..... ঠ্যাঙ্গ ভাইঙ্গা এক্কেরে দুই টুকরা হইয়া গ্যাছে হাড্ডি.... ধুর আলার শ্যাষ হইয়া গ্যালাম....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।