টি.ভ.তে বাংলাদেশের খেলা হচ্ছে । বাংলাদেশ - ও.ইন্ডিজ ২য় টেস্ট। ও.ইন্ডিজের স্পিনার austin কে দেখে আহাদ বলল,'চেহারাটা দেখ একেবারে আমাদের দেশের রিকশাওয়ালাদের মত। '
আমাদের মধ্যে অনেকের কাছে রিকশাওয়ালা খুবই পছন্দসই একটি গালি। কারও ক্ষ্যৎ টাইপের getup বা নিম্ন রুচির পরিচয় পেলে আমরা প্রায়ই তাদের রিকশাওয়ালার সাথে তুলনা করি।
(যার মধ্যে আছে বাংলা সিনেমা দেখা,মমতাজ, আকবরের গান শুনা)। যেন রিকশাওয়ালা একটি আলাদা প্রজাতি যারা অসভ্য ,বর্বর। তাদের একটা আলাদা ধরনের চেহারা,আলাদা রুচিবোধ যেটা সভ্যতার সাথে তো ম্যাচ করেই না বরং গালি হিসেবেই অনেক বেশি মানায়। অনেকে আবার এত aggressive ভাবে এই গালিটা দেন যেন রিকশাওয়ালা আর শু্য়োরের বাচ্চার মধ্যে কোন পার্থক্য নেই।
কিন্তু আমরা কখনো বুঝতে চাই না যে তারা অবস্থার শিকার।
তার নিম্ন রুচির জন্য সে কতটুকু দায়ী। একজন রিকশাওয়ালা তার সারা বছরের জমানো টাকা দিয়ে যখন তার বাচ্চাকে ঈদে কাপড় কিনে দিতে চায়,তখন তার বাচ্চার আবদারই থাকে তার আজম্ন লালিত স্বপ্ন একটি টকটকে লাল জামা বা ক্যাটক্যাটে হলুদ প্যান্ট। সে হয়তবা তার সামনে দিয়ে ভুসভুস করে চলে যাওয়া গাড়িগুলোর ভিতর রংচঙা মানুষ গুলো দেখে মনে করেছে এই রংগুলোই আভিজাত্যের প্রতীক। অথবা হতে পারে সেই রিকশাওয়ালার বিবর্ন জীবনে সে শুধু তার ছেলেমেয়েদের বর্ণীল কাপড়ে বর্ণীলা দেখতে পেরেই মিথ্যা আত্নতৃপ্তি লাভ করে।
কিন্তু আমাদের মধ্যে কেউ এরকম রুচির পরিচয় দিলে আমরা গালি দেই,''শালা রিকশাওয়ালা।
''
কারন সভ্য মানুষ তো মানুষ। তাদের কোনো activity কেন প্রায় অমানুষের কাছাকাছি একটি প্রজাতির সাথে মিলে যাবে?
আমি বলি না রিকশাওয়ালা খুবই উচ্চ রুচি সম্পন্ন বা তাদের আমাদের ফলো করা উচিত বা তারা সর্ব দিক দিয়ে উৎকৃষ্ট। কিন্তু তারা কেন গালি হিসেবে পরিচিতি পাবে?কেন নিম্ন রুচির স্বারক হিসেবে পরিচিতি পাবে?তাদের মানুষ এর পরিচয় শুধু কি ''রিকশাওয়ালারাও মানুষ''-এরকম সিনেমার মধ্যেই সীমাবদ্ব?
ধিক্কার জানাই তাদের যারা রিকশাওয়ালা দের আলাদা একটি category দিয়ে সমাজে একটি অচ্ছুত প্রজাতি হিসেবে দূরে সরিয়ে রেখেছে।
অনেকে আবার আরও sensitive। কারও নাম যদি বাসার কজের ছেলের নামের সাথে মিলে যায় সেটা খুবই insulting।
বাচ্চার নাম পচ্ছন্দ করার সময় কেউ যদি মা বাবাকে বলে এটা তো আমার বাসার কাজের ছেলের নাম তাহলে এই নামটাও ওনাদের কাছে অচ্ছুত।
আমি arts এর student নই। social science ও পড়িনি। শ্রেণী বৈষম্য কি তাও জানি না । কিন্তু এটা জানতে চাই যারা মানুষকে অমানুষ বলে treat করে তাদের কতটুকু মানুষ বলা যায়?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।