আমাদের কথা খুঁজে নিন

   

ছিনতাইকারী আমার হাতে হারিকেন ধরিয়ে দিল

এই ব্লগে মৌলবাদী, রাজাকার এবং জামাত শিবিরের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

গতকাল রাত ১০টায় জরুরী কাজে আমাকে কাকরাইল থেকে ধানমন্ডি ২৭ নম্বর যেতে হচ্ছিল। আমার গাড়ির ড্রাইভার রাত ৯টায় চলে গিয়েছিল , তাই গাড়ি বের না করে সিএনজি দিয়েই রওনা হলাম। সব কিছুই ঠিকঠাক ছিল, সোবহানবাগ মসজিদের সামনে একটু জ্যামে আটকে আছি এমন সময় আমার বাম পাশে একজন এবং ডানপাশে একজন সিএনজিতে উঠে পড়ল আর বাইরে দুজন দাঁড়িয়ে। বামপাশের জন পেটে পিস্তল ঠেকাল, আর ডানপাশেরজন ছুরি।

আমার হাতে ২টা মোবাইল ছিল দিয়ে দিলাম, মানিব্যাগ নিয়ে নিল, হাতে একটা দামী ঘড়ি ছিল ওটা সম্ভবত খেয়াল করেনি। বছর চারেক আগে কাওরান বাজারে ছিনতাইকারীদের সাথে ধস্তাধস্তি করে আহত হয়েছিলাম বলে গতকাল আর রিস্ক নিলাম না। কিছু গুরুত্বপূর্ণ মোবাইল নাম্বার হারালাম তাই মনটা খুব খারাপ হয়ে গেল। যাহোক এটা আমাদের বর্তমান ডিজিটাল বাংলাদেশের অবস্থা। যারা রাতে সিএনজিতে চলাফেরা করেন তাদেরকে সাবধানতা অবলম্বনের অনুরোধ করছি।

বর্তমানে রাতের ঢাকার কোন স্থানই নিরাপদ নয়। সবাই ভাল থাকুন, নিরাপদে থাকুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।