আমাদের কথা খুঁজে নিন

   

সরকার নামক ৫ বছরের পূর্নদৈর্ঘ্য বাংলা ছায়াছবি।

Make always difference.

আমরা সবাই কম বেশি movie দেখতে ভালবাসি।movie র কাহিনী বিভিন্ন সময় বিভিন্ন রকম।কোন কাহিনী হাসির, কোন কাহিণী কান্নার, কোন কাহিনী রোমাঞকর । movie তে নায়ক যেমন আছে ভিলেনও আছে । movie তে নায়কের প্রাধান্য সবসময় বেশী , সবশেষে দেখা যায় ভিলেন কুপকাত। কিন্তূ সরকার নামক ৫ বছরের পূর্নদৈর্ঘ্য বাংলা ছায়াছবিতে কি হচ্ছে normal movie র পুরা উল্টো এ ছবিতে নায়কের ছেয়ে ভিলেন এর প্রাধান্য বেশী তবে নায়ক কখনো কুপকাত হয়না।এ ছবির প‌্রধান চরিত্রে যারা থাকেন তারা সবসময় নীরব থাকেন।কারন ভিলেন ছাড়াতো তাদের প্রধার হওয়া ক্ষিন তাই তারা দেখেও অনেক কিছু দেখেন না শুনেও অনেক কিছু শুনেন না।তবে কাহিনী হাসি না কান্নার সেটা বলা কঠিন কারন আমরা যারা সাধারন দর্শক তাদের কাহিনী বুঝলেও বলতে মানা। বলতে পারেন কেউ এ ধরনের ছবির দর্শক আরো কত দিন হব?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.