আমাদের কথা খুঁজে নিন

   

বিজ্ঞাপনে তোমার মুখ

বিলবোর্ড থেকে ওভাবে তাকিয়ে থেকে কোন লাভ নেই। তোমাকে চিনতে পারলেও ঠিক চিনতে পারছিনা……অনেক আগে হয়ত কোথাও, কোন একদিন দেখা হলেও হতে পারে, এখন আর মনে নেই ঠিক। কোন প্রশ্ন করো না—কেন আমি ঘর বর্গা নিয়েছি মদ্দলোকের সাথে? বয়স যদিও আঠাশ আমার। কেন পালঙ্কে, মেঝেতে কাপড় পড়ে থাকে এলোমেলো? কেন ঘরের ও চোখের কোণে ময়লা? সে অনেক কথা, শোনার সময় তোমার হয়ত হবে না। উপনিবেশকারীর কেরাণীর মত জড়সড় থাকি সারাদিন; রাতে ঘাপটি মেরে থাকি মড়কলাগা মুরগির মতন। কেন বেদখল নিজ ঘর? নিজ স্বপ্ন? নিজ পেশা? নিজ প্রমিকা? এসব জেনে কি লাভ তোমার? কি লাভ সহানুভূতিতে? শোভা পাচ্ছো, পাও, বিলবোর্ডে……আমি তোমাকে মাথা তুলে দেখিনি; ঘাড় গুঁজে পথের খানা-খন্দ এড়িয়ে হেটে গেছি নিজ রাহে……. ২৭/০৫/১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.