আমাদের কথা খুঁজে নিন

   

হারিয়ে খুজি তোমায়



হারিয়েছি তোমায় আমি - কালান্তরী সমুদ্রের নিচে, গহীন আঁধারের অতলান্তে। মনে কি পড়ে? গোধুলীবেলায় দমকা হাওয়ার এলোমেলো কেশে মুগ্ধ নয়নে তুমি শুধু দেখতে আমায়। মনে কি পড়ে? ভরাপূর্ণিমার রাতে নির্ঝর নৈঃশব্দ্যে- অপলক দৃষ্টিতে তুমি শুধু দেখতে আমায়। মনে কি পড়ে? বসন্তের আগুন রাঙা ফুলের মঞ্জরীতে চাতকের মত তুমি শুধু খুজতে আমায়। শিরায় শিরায় ধাবমান এক শীতল ফল্গুধারা নিয়ে যেত স্বর্গরাজ্যে। কালের গর্ভ হতে পূনর্জন্মের অস্থির প্রহরে এক নিঃসঙ্গ গোরে আমি একা, শুধুই একা। বীভৎস সব কষ্টগুলো, ঘুমহীন রাত্রির পোড়া চোখে হারিয়ে খুজি তোমায়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.