আমাদের কথা খুঁজে নিন

   

মেঘপঞ্জিকা - সিনেমাকথন ৬

মনের জানালায় দাঁড়িয়ে ভাবনাগুলোর মিলিয়ে যাওয়া দেখি। গুচ্ছ গুচ্ছ মেঘ হয়ে, ঐ দূর দিগন্ত পানে...

USB ড্রাইভে ভিডিও ফোল্ডারের একটা ফোল্ডার ডিলিট করতে যেয়ে পুরা ভিডিও ফোল্ডার টায় ডিলিট করে ফেলেছি। তাও Shift+Delete দিয়ে। অনেক মূল্যবান ভিডিও ফুটেজ ছিল ওটে। কিন্তু কেন যেন কোন প্রতিক্রিয়ায় হচ্ছে না।

নিজের উপর রাগ লাগার কথা ছিল কিন্তু কিছুই হচ্ছে না অথচ এই ভিডিও ফোল্ডারের কোন ব্যকআপও নেই। ... একটা মুভি নিয়ে বসলাম। লেবানিজ। মজার মুভি। বিষয়বস্তু যদিও স্পর্শকাতর কিন্তু উপস্থাপনাটা বেশ মজার।

নাম "The Kite"। লেবানন এবং ইস্রায়েলের বর্ডারের একটা গ্রাম এবং গ্রামের একটা মেয়ে লামিয়া এবং ইস্রায়েলী বর্ডারের একজন গার্ড নিয়েই কাহিনী। লেবানিজ অনেক গান আছে মুভিটিতে। এদের গান সম্পর্কে টুকিটাকি ধারণা আগে থেকেই ছিল কিন্তু এই মুভির গানগুলো বলতে গেলে মারহাবা টাইপের। আর লেবানিজ মেয়েগুলোর কথা না হয় নাই বা বললাম।

http://www.imdb.com/title/tt0377610/ ... আরেকটা মুভি দেখেছিলাম। ভিয়েতনামিজ। নাম "The vertical ray of the sun"। ভালো লেগেছে মুভিটা। নীচে imdb-র লিঙ্ক দেয়া আছে।

http://www.imdb.com/title/tt0224578/ আমার দেখা ভালোলাগা কিছু মুভির তালিকা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।