ছায়ার জগতে স্বাগতম। কারন, ছায়ারা মিথ্যা বলে না..........
ভোর হয়নি
আজ হল না
কাল হবে কিনা তাও জানা নেই
পরশু ভোর ঠিকই আসবে......
খুলনার ২৩ যৌন কর্মীর স্বাভাবিক জীবনে ফিরে আসা প্রমান করে মাহমুদুজ্জামান বাবুর গানটি কতখানি সত্য।
আর এই মহান কর্মটিকে যারা আলোর মুখ দেখিয়েছেন তারা হলেন 'ক্রিস্টিয়ান সার্ভিস সোসাইটি'(সি এস এস)র মহান মানুষগুলো ।
সি এস এস এর চিফ এক্সিকিউটিভ মার্ক মুনশী বলেন,আট মাস আগে খুলনা ও তার পাশ্ববর্তী বিভিন্ন জেলার পতিতালয়গুলোর যৌন কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহবান জানান তারা । তাদের এই ডাকে সাড়া দেয় ২৩ জন যৌন কর্মী ।
গত আট মাস ধরে তাদের কারিগরি শিক্ষা দেয়া হয় এবং শিক্ষা শেষে তাদের একটি করে সনদ দেয়া হয় ।
এই সব মহিলা যৌনকর্মীদের নতুন জীবন শুরু করার জন্য , তাদের জমি ও বাড়ি তৈরীর জন্য প্রত্যককে ১৩০০০০ টাকা করে দেয়া হয় ।
এ পর্যন্ত ভালই লাগল । সবচেয়ে লজ্জা লাগল খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেকের বক্তব্য শুনে । তিনি বললেন,"যৌন কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার ক্ষেত্রে সি এস এস অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ।
আমি আশা করি তারা এই কার্যক্রম অব্যাহত রাখবে ।
হায়রে !!
আমাদের নেতারা কেবল আশাই করতে পারেন ( আশা করতে পয়সা লাগে না )। আমরাও আশা করি,আমাদের নেতাদের জীবনে ও ভোর আসবে। আজ না আসুক , কাল না আসুক পরশু অবশ্যই আসবে । কেবল আশা না করে সমাজটাকে ভেঙে গড়ার সুমতি তাদের অবশ্যই হবে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।