সাইবার ক্রাইমের শিকার হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অনলাইন এক্টিভিস্ট প্রীতম আহমেদ।
২৮ আগস্ট দেশ থেকে আমেরিকার উদ্দেশে রওনা দেওয়ার পর কোনো একসময় তার ই-মেইল আইডি এবং ফেসবুক একাউন্ট হ্যাক হয়। এবং তার ব্যক্তিগত ই-মেইল এবং ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানে নানা রকম আপত্তিকর মেইল এবং মিথ্যে তথ্য পাঠানো হয়। এসব কারণে ফেসবুক অথরিটি অ্যাকাউন্টের সন্দেহজনক কার্যক্রমের কারণে অনির্দিষ্টকালের জন্য অ্যাকাউন্টটি ব্লক করে দেয়। আর এসব কার্যক্রম ফেসবুক অথরিটি প্রীতম আহমেদকে অভিহিত করে এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ পাঠানো ও তা যাচাই-বাছাই সাপেক্ষে অ্যাকাউন্টটি একটিভ করার কথা জানায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।