আমাদের কথা খুঁজে নিন

   

সাইবার ক্রাইমের শিকার প্রীতম!

সাইবার ক্রাইমের শিকার হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অনলাইন এক্টিভিস্ট প্রীতম আহমেদ।

২৮ আগস্ট দেশ থেকে আমেরিকার উদ্দেশে রওনা দেওয়ার পর কোনো একসময় তার ই-মেইল আইডি এবং ফেসবুক একাউন্ট হ্যাক হয়। এবং তার ব্যক্তিগত ই-মেইল এবং ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানে নানা রকম আপত্তিকর মেইল এবং মিথ্যে তথ্য পাঠানো হয়। এসব কারণে ফেসবুক অথরিটি অ্যাকাউন্টের সন্দেহজনক কার্যক্রমের কারণে অনির্দিষ্টকালের জন্য অ্যাকাউন্টটি ব্লক করে দেয়। আর এসব কার্যক্রম ফেসবুক অথরিটি প্রীতম আহমেদকে অভিহিত করে এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ পাঠানো ও তা যাচাই-বাছাই সাপেক্ষে অ্যাকাউন্টটি একটিভ করার কথা জানায়।

অনলাইন ক্রাইম আন্তর্জাতিক বিশ্বে একটি গুরুতর অপরাধ। তাই প্রীতম আহমেদ দু'দিনের মাথায় জরুরি ভিত্তিতে দেশে ফিরে নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ পুলিশকে বিষয়টি অবহিত করেন। প্রীতম আহমেদ বলেন, 'আমি ২৮ আগস্ট থেকে সাইবার ক্রাইমের শিকার। আগেও একটি সংঘবদ্ধ চক্র সমাজের পরিচিত এবং গুরুত্বপূর্ণ মানুষদের ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে বিব্রতকর পরিস্থিতে ফেলার চেষ্টা করে আসছে। এর আগে আমাকেও নানাভাবে সাইবার ক্রাইমের মাধ্যমে আক্রমণ করা হয়েছে।

সে প্রেক্ষিতে গত মার্চ মাসে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করা আছে। ' প্রীতম তার ভক্ত-শ্রোতা-বন্ধুদের উদ্দেশে বলেন, আমি ২৮ তারিখ থেকে নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট পেইজ ও ই-মেইল ব্যবহার করতে পারছি না। এর বাইরে আমার আর অন্য কোনো একাউন্টও নেই। এ ক্ষেত্রে ওইসব অ্যাকাউন্ট থেকে যদি কোনো কার্যক্রম চালানো হয়, সে ক্ষেত্রে আমি দায়ী নই। '

 

 



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.