habibur.rashid.ismail@gmail.com
মেরাজ তাওহীদের প্রত্যক্ষ দলিল এবং শানে রেছালাতের প্রকাশ, মেরাজে অবিশ্বাস শুধু রেছালাত নয় তাওহীদেও অবিশ্বাস।
মেরাজ সমগ্র মানবমণ্ডলীর জন্য সত্যের দিশা জীবনের আলো, ঈমান ও মেরাজ অবিচ্ছিন্ন, মেরাজ ভুলে যাওয়া আত্মা ও জীবন অন্ধকারে নিক্ষিপ্ত হওয়া।
মেরাজ প্রমাণ করে রেছালাতই মানবজীবনের সর্বোচ্চ ঠিকানা, রাছুলপ্রেমই আল্লাহতায়ালার নৈকট্য সাধনা এবং তাওহীদভিত্তিক হতে হলে অবশ্যই রেছালাতকেন্দ্রিক হতে হবে।
মেরাজ প্রমাণ করে প্রিয়নবী আল্লাহতায়ালার নূর, সৃষ্টির উত্স ও সর্বোচ্চ, আল্লাহতায়ালার সাথে প্রিয়নবীর সম্পর্কই একমাত্র প্রত্যক্ষ আর সব সম্পর্ক এবং দান প্রিয়নবীর মাধ্যমে।
মেরাজ প্রমাণ করে প্রিয়নবী স্থান ও কালের ঊর্ধ্বে বস্তুজগতের ঊর্ধ্বেও বিরাজমান, পরম অদৃশ্য মহান আল্লাহতায়ালাও প্রিয়নবীর নিকট প্রত্যক্ষ অতএব দৃশ্য-অদৃশ্য আদি-অন্তের সবকিছুর জন্যই প্রিয়নবী হাজির ও নাজির।
মেরাজ আল্লাহতায়ালার সাথে রাছুলের স্থান কালের দূরত্বহীন অচিন্তনীয় অবস্থান আল্লাহর নূরে একাকার অনন্ত মহিমায় চিরসান্নিধ্যের প্রকাশ এবং সৃষ্টির জন্য সব আলো জ্ঞান ও সৌন্দর্য্যের উত্স হিসেবে রাছুলের প্রমাণ।
মেরাজ মহান মাআবুদ ও মহান প্রিয়নবীকে জানা ও বুঝার সর্বোচ্চ নিদর্শন। মেরাজের মহিমা উপলব্ধি ব্যতীত কলেমার উপলব্ধি এবং নিজ জীবনের উপলব্ধি সম্ভব নয়।
মেরাজ বস্তুগত দাসত্ব তথা মিথ্যা থেকে মুক্তির আহবান। বস্তুকেন্দ্রিক জীবন জাতীয়তা জুলুম হিংসা বিপর্যয় সৃষ্টি করে, রেছালাতকেন্দ্রিকতা সত্যের আলোকময় জীবনের সাথে স্বাধীনতা মানবতা অধিকার ও সবার জন্য শান্তি নিশ্চিত করে।
মেরাজ ঈদে আজমের পর মুমিন জীবনের সর্বোচ্চ আনন্দ ও প্রাপ্তি, মেরাজের বরকতময় আনন্দে শামিল হোন, মেরাজ শরীফের শিক্ষায় রেছালাতকেন্দ্রিক জীবন সমাজ রাষ্ট্র ও বিশ্বব্যবস্থার লক্ষ্যে ঐক্যবদ্ধ হোন।
ছুন্নী আন্দোলন
বাংলাদেশ
(World Sunni Movement)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।