আমাদের কথা খুঁজে নিন

   

"মস্তিস্কের সেরা পরিচর্যা" আর "চারদিনের ভবিষ্যত যাত্রা"- TED

আমি একজন ওয়েব প্রেমিক। আমার কাজ ওয়েব সাইট নিএ। আমরা কিভাবে ইন্টারনেট কাজে লাগিএ আই করা জাই সেই নিএ কাজ করছি। এবং ইন্টারনেট থেকে ভাল মানের আই সম্ভব করে তুলেছি। আমাদের কে পাবেন ৬৮, ব্লক সি, লেভেল ৫, বসুন্ধরা সিথি, পান্থ পথ,

আপনারা হয়ত অনেকেই TED এর নাম শুনেছেন।

TED একটি সংস্থা যাঁরা প্রতি বছর ক্যালিফোর্নিয়ার লং বীচ এ পৃথিবীর সবচে গুরুত্তপূর্ণ এবং অসাধারণ এক কনফারেন্স আয়োজন করে থাকে। আর লং বীচ এর আদলে যুক্তরাজ্যের অক্সফোর্ড এ আয়োজিত হয় 'টেড গ্লোবাল'। TED এর অর্থ Technology - Entertainment - Design । ১৯৮৪ সালে এই তিন মহলের সেরা মানুষদের এক কনফারেন্সে জড় করতে জন্ম হয়েছিল TED এর। তখন থেকে আজ পর্যন্ত TED এর পরিধি আরও বৃদ্ধি পেয়ে বিঞ্জান, ব্যবসা, শিল্প এবং যাবতিয় আন্তর্জাতিক বিষয় এখন TED এর আলোচনার বিষয়।

এই বার্ষিক আয়োজন এখন বিশ্বের সেরা চিন্তাবিদ এবং কর্মীদের একত্রিত করে, আর সেখানে তাঁদের জীবনের সবচেয়ে মূল্যবান বক্তব্যটি(মাত্র ১৮মিনিট সময়ে) প্রদানের চ্যলেন্জ ছুঁড়ে দেয়া হয়। TED এ অংশগ্রহণকারিরা এই কনফারেন্সকে বলেন "মস্তিস্কের সেরা পরিচর্যা" আর "চারদিনের ভবিষ্যত যাত্রা"! এই কনফারেন্সের বৈচিত্রময় অংশগ্রহণকারীরাও বক্তাদের মত সমান গুরুত্বপূর্ণ, যাঁদের মধ্যে আছেন বিল গেটস, বিল ক্লিনটন, নন্দন নিলেকানি, আশরাফ ঘানি, জেন গুডাল, স্যার রিচার্ড ব্রানসন, স্টিফেন হকিং, বোনো আরও অনেকে। আর সবচে ভালো খবর হচ্ছে TED এর প্রায় সকল বক্তব্য এখন ted.com এ বিনামূল্যে পাওয়া যায়, এবং বেশ কিছু বক্তব্য বাংলা সাবটাইটেল সহও দেখা যায়। গুরুত্বপূর্ণ এবং নিজ কর্মক্ষেত্রে সফল যে কেও TED এর সদস্যপদ এবং TED কনফারেন্সে অংশগ্রহণের আবেদন করতে পারেন। এর এক বছরের সাধারণ সদস্যপদের জন্য দিতে হয় ৬ হাজার মার্কিন ডলার।

যদিও সম্মানিত বক্তা এবং 'টেড ফেলো'দের এই কনফারেন্সে যাওয়ার জন্য কোন টাকা দিতে হয়না। তাঁদের সদস্যপদ, যাতায়াত এবং থাকা খাওয়ার সকল খরচ TED বহন করে থাকে। (Reference links: About ArchSociety: ArchSociety: http://www.archsociety.com History of ArchSociety: Click This Link About the Bangladeshi TED Fellow 2009, Mohammad Tauheed: Post in TED Fellows Blog: Click This Link Article about Mohammad Tauheed in Canadian national daily The Globe and Mail: Click This Link Mohammad Tauheed’s TED Profile: Click This Link TED 2009 Conference: http://conferences.ted.com/TED2009/ Tauheed’s Email address: (may be published)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.