আমাদের কথা খুঁজে নিন

   

ঋণের ভাও

কুড়াই প্রহরব্যেপে স্মৃতিলগ্ন ধূলি

নামেতে ক্ষুদ্র বটে তবু সুদী ঋণ অবলার বয়ে চলা বেজায় কঠিন। টানিতেছি একা প্রভু কিস্তির ঘানি গতরের খুন করে নিশিদিন পানি। হাটে-ঘাটে খেটে শোধি দারোগার দেনা বেগানা মরদ কতো সারে চোখ-জেনা। ভেড়ুয়া ভাতার ভরে ভার্যার ভাত সালুন আলুনি হলে গায়ে তোলে হাত। টাকা-কড়ি নাড়ি-চাড়ি সেটুকুই সার সংসারে লেগে থাকে টানা হাহাকার। দায়-দেনা বেড়ে পিঠ ঠেকেছে বেড়ায় সে খবর রাখে বলো শহুরে বেডায় ? 'গরিবী হটাও' নাকি ‍'গরিব হটাও' আনপড়া নারী তার কী বুঝিবো ভাও?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।