মন খারাপ হে মন খারাপ! আমার বেঁচে থাকতে ইচ্ছে করছে না! হে আমার আত্মজেরা, বিশ্বাস করতে পার আমার অনুভূতি! ওরা ওদের মিটিঙ্গে, সেমিনারে, রাঊন্ড টেবিলে কুতসা ছড়াচ্ছে- ওরা ওদের টিভি চ্যানেলে, খবরের কাগজে লিখে চলেছে অহর্নিশ অন্তহীন মিথ্যে- আমার আত্মজেরা নাকি শাহবাগ প্রজন্ম চত্বরে মদ্যপ! আমার আত্মজেরা নাকি শাহবাগ প্রজন্ম চত্বরে পতিতা! সেখানে নাকি দেদার সে যৌন উত্তেজক ট্যাবলেট বিক্রি হচ্ছে! আর সারারাত নাকি সেখানে চলছে যৌন মচ্ছব! যার নেতৃত্ব দিচ্ছে একদল নাস্ত্বিক! মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার কিন্তু সে সব মিথ্যাচারীদের- কিংবা তাদের মিটিং, সেমিনার, রাউন্ড টেবিল, টিভি চ্যানেল- খবরের কাগজ ইত্যাদির বিরুদ্ধে কোন ব্যাবস্থা নিচ্ছে না যা প্রচলিত আইনেই সম্ভব এবং যা নিমেষেই তারা পারে! এ যেন শিশুর সামনে সাপ ছেড়ে দিয়ে খেলা দেখা! একুশে সমাগত, মনে হচ্ছে বর্ষীয়ানরা পারছি না সেই শহীদদের মতো= ফেতো কাপ্তেন, জুজুর ভয়ে গর্তে মুখ লুকোচ্ছি! হা কপাল! ধিক্কার নিজেকে, ধিক্কার মুক্তিযুদ্ধের পক্ষের সরকারকে- যদি তা সত্যিই মুক্তিযুদ্ধের পক্ষের হয়ে থাকে- কেন আমরা বার বার সন্দিহান হয়ে উঠি? কেন আমরা পারছিনা ওদের দাঁত ভাঙ্গা জবাব দিতে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।