আমাদের কথা খুঁজে নিন

   

আবাসন



আমরা যারা, চট্টগ্রামে ২৫,০০০/= টাকা থেকে ৪০,০০০/= টাকা এবং ঢাকায় ৩০,০০০/= টাকা থেকে ৫০,০০০/= টাকা উপার্জন করি, তারা কি কোন দিন, কোন ভাবে একটি বাড়ী বা ফ্লাট কেনার সামথ্য হবে?? (২ নম্বর উপার্জন ব্যতিত) যদি সামথ্য না থাকে, তবে সরকার বা রিহাব এর কি কোনই ভুমিকা নাই ?? সকল বিজ্ঞাপনই যেন আমাদের ধরা ছোয়া এর বাহিরে।। বিজ্ঞাপনে বা আবাসন মেলায় জমি বা ফ্লাট এর লক্ষ লক্ষ এবং কোটি টাকার পরিমান যে সহজ ভাবে উপস্থাপন করা হয় যেন আমাদের নিকট এই টাকা থাকা বাধ্যতামূলক। অনেক কথাইতো শুনি, যারা ৩০,০০০ টাকা উপার্জন করে তাদের সবার জ্ন্য ফ্লাট, জমি, বাড়ী, কিন্তু কিভাবে? আপডেট: ২০ লাখ টাকায় ৭৮০ এসকিউ ফিট এর আফার দেখে গেলাম ও বেশ আলোচনা হলো। তারা তাদের সকল টারর্মস ও কন্ডিশন ও লিফলেট দিলো। বাসায় এসে হিসেব করে দেখি ৯৫০ এর নেট স্পেস ৬০০ এরও কম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.