আমার গ্রামের বাড়ী সিলেটে।
এইবার সেমিস্টার বিরতি তে গ্রামের বাড়ী যায়া ১ দিন থাকছিলাম। সচরাচর আমরা গ্রামের বাড়ীতে যাবার সুযোগ পাই না।
যাই হোক, আজকের এই ব্লগের উদ্দেশ্য হচ্ছে --আঙ্গুর ফল নিয়ে।
আমার গ্রামের বাড়ীতে আমার বৃক্ষ প্রেমিক বড় চাচা থাকেন, উনার পরিবার নিয়ে।
আমার বাবা, চাচার কল্যানে আমার গ্রামের বাড়ীতে প্রচুর ফলজ, বনজ, ঔষধি বৃক্ষ আছে।
এইবার বাড়ীতে যায়া আমার বড় চাচার নতুন বৃক্ষ- আঙ্গুর গাছ- এর সাথে পরিচিত হই । আমি কোনদিন আঙ্গুর গাছ দেখি নি। এইবার প্রথম দেখলাম। সাথে আঙ্গুর ফল কে ও দেখলাম।
আমাদের বাড়ীর উঠোনের একপাশে কিছু দিন আগে চাচা এই আঙ্গুর গাছ লাগিয়েছিলেন। সেটি এখন আস্তে আস্তে বড় হচ্ছে। এই বার ফল ধরবে বলে মনে হয়।
আপনারা যারা আঙ্গুর গাছ দেখেন নি , তাদের জন্য আমার তোলা ৩ টা ছবি দিলাম। এই গুলি দেশীয় আঙ্গুর ।
খেতে কেমন হবে জানি না।
খাওয়ার পর এর স্বাদ সম্পর্কে আপনাদের জানাব। আপাতত অপেক্ষা ...
ধন্যবাদ সকল কে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।