সবাইকে আমার নিজস্ব ব্লগ ভিজিট করার আমন্ত্রন রইলঃ www.islameraalo.wordpress.com
'ইসলাম বলে ধর্ষনের শাস্তি মৃত্যুদন্ড'
এতদিন লোকে এর বিরোধীতা করে আসছিল এই আইনকে বর্বর, মান্ধাতা যুগের আইন বলত। কিন্তু দিল্লি ধর্ষনের পর যখন বিশাল বড় আন্দোলন হল তখন সকলেই বলতে লাগল ধর্ষনের শাস্তি মৃত্যুদন্ড করা হোক। বেশ কিছু সংগঠন তো সরাসরি দাবি করল আরব দেশ গুলোর মতো শাস্তি দেওয়া হোক।
'ইসলাম বলে মেয়েদের একাই বাইরে যাওয়া হারাম। সঙ্গে একজন মাহরাম পুরুষ নেওয়া উচিত'
এই ব্যাপারে ভারতের বিখ্যাত মাদ্রাসা দেওবন্দের উলামারা যখন ফতোয়া দেন তখন সারা দেশ জুড়ে এর সমালোচনা হয়।
কিছুদিন আগে হেমা মালিনী এক সভায় বলেন মেয়েদের উচিত বাইরে বেরোবার সময় বাড়ির কোন পুরুষকে সাথে নেওয়া। দ্রোপদির ইজ্জত রক্ষার জন্য শ্রী কৃষ্ণ এসেছিলেন। কিন্তু এখন আমরা আধ্যাত্মিকতায় এতটা উন্নত নয় যে শ্রী কৃষ্ণ আমাদের রক্ষা করতে আসবেন। তাই আমাদের উচিত বাড়ির কাউকে সাথে নিয়ে বাইরে যাওয়া।
'ইসলাম বলে বেগানা পুরুষ ও মহিলার একসাথে থাকা হারাম'
এটা নিয়েও অনেক সমালোচনা হয়েছে।
বিশেষ করে ছেলে মেয়েদের একসাথে স্কুল কলেজে পড়ার ব্যাপারে। আশারাম বাপুর ঘটনার জেড়ে বাবা রামদেব সকল সাধু সন্তদের উপদেশ দিয়েছেন, কোন বেগানা নারী বা মেয়ের সাথে একাই যাতে কেউ সাক্ষাত না করে।
[মুখে স্বীকার না করলেও ইসলামের কাছে মানুষকে আসতেই হচ্ছে]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।