আমাদের কথা খুঁজে নিন

   

আমরা যাইনি মরে আজও - তবু কেবলই দৃশ্যের জন্ম হয়

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

জীবুদার একটা কবিতা পড়তাছি আর ভাবতাছি। চাইলে আপনিও কবিতাটা পড়তে পারেন। ভাবাভাবির বিষয়টা অপশনাল আমরা যাইনি মরে আজও - তবু কেবলই দৃশ্যের জন্ম হয় : মহীনের ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের জোছনার প্রান্তরে, প্রস্তরযুগের সব ঘোড়া যেন - এখনও ঘাসের লোভে চরে পৃথিবীর কিমাকার ডাইনামোর 'পরে । আস্তাবলের ঘ্রাণ ভেসে আসে একভিড় রাত্রির হাওয়ায় ; বিষন্ন খড়ের শব্দ ঝ'রে পড়ে ইস্পাতের কলে ; চায়ের পেয়ালা ক'টা বেড়ালছানার মতো - ঘুমে - ঘেয়ো কুকুরের অস্পষ্ট কবলে হিম হয়ে নড়ে গেল ও - পাশের পাইস্ - রেস্তরাঁতে, প্যারাফিন - লন্ঠন নিভে গেল গোল আস্তাবলে । সময়ের প্রশান্তির ফুঁয়ে ; এইসব নিওলিথ - স্তব্ধ তার জোছনাকে ছুঁয়ে । কবিতা পড়া শেষ?? এখন চাইলে একটা গানও শুনতে পারেন। মন হাওয়ায় পেয়েছি তোর নাম, মন হাওয়ায় হারিয়ে ফেললাম ব্যান্ডের নাম : চন্দ্রবিন্দু অ্যালবাম : জিজু

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.