আমাদের কথা খুঁজে নিন

   

সাংবাদিকতা করতে আসছি বলে হিজড়া হয়ে যাইনি!

সদা নিরুপায় তবুও অকুতোভয় পুলিশ, ছত্রলীগ, ইন্টার্নী এফসিপিএস ডক্তার থেকে শুরু সবাই যে যেভাবে পারে আমাদের গায়ে হাত তোলে। যেন সাংবাদিককে মারতে পারা যেন এভারেস্ট জয় করা। আর সাংবাদিক মারলে তো কিছু হয় না (অন্তত বাংলাদেশে তো নাইই)। .... ...... আর আমরা? শুধু মার খেয়েই যাই। পরে যা পারি, তা হলো নিউজই করতে পারি।

এ চেয়ে বেশি কিছু না! এ ছাড়া আর কিই করতে পারি। আমাদের তো পেটোয়াবাহিনী নেই, নেই ক্যডার বাহিনী, নেই আইন হাতে তুলে নেবার ক্ষমতা। আমরা বলি না যে, আমরা ১০০% সৎ। তবে সাধারণের চেয়ে ঢের ভালো। হ্যাঁ বলে রাখি, আমাদের ধৈর্য্যের বাধ যেদিন ভাঙবে সেদিন কিন্তু প্রতিহতও করবো।

যা খাবো তার চেয়ে শতগুন বেশি হারে ফেরৎ দিবো। সাংবাদিকতা করতে আসছি বলে হিজড়া হয়ে যাইনি! হাত বাসায় রেখে আসিনি। বঙ্গবন্ধুদের জন্ম একদিনে হয়নি, মুক্তিযুদ্ধ একদিনে হয়নি। Just Mind It. ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.