আমাদের কথা খুঁজে নিন

   

আমার জানালায় অনুপম আগন্তক এক!!



সেদিন রাতের ঝুম বৃস্টির প্রকপ জমে ছিল শরীরে, তাই সকালটা দীর্ঘায়িত করে ঘুমে জবজবে হয়ে কুঁকড়ে ছিলাম বিছানায়। বিগত দিনের, তারও আগের, বা তারও আগের ক্লেদ-ক্লান্তি বিছানায় সেঁটে রাখছিল আমাকে। এর মাঝে দুরাগত কাঠখোদায়ের নিরবিচ্ছিন্ন, টানা-টানা একটা শব্দ কেমন একটা দোলাচলে ফেলে দিল। ক্রমে সেটা মগজের গহিন থেকে চোখের পাতায় সংক্রামিত হলে আমি জেগে উঠি। কোঁচকানো ভ্রু নিয়ে জানালার পর্দাটা সরাতেই অবাক হলাম, কতোদিন এরকম অবাক হইনা!! বিপুল সৌন্দর্য নিয়ে এক কাঠঠোকরা; আমার ঘুম ভাংগাতে কাঁচে ঠোকর দিয়ে যাচ্ছে। শিশুর মতো সারল্যে আমাকে দেখল সে। ওর কোমল লাল ঝুঁটির দিকে তাকাতেই মনে হলো, সব চাইতে অপছন্দের রংটাকে কতো ভালোবাসি আমি! মোবাইলে ক'টা ছবি তুলে পর্দাটা নামিয়ে রাখি। থাক, এমন সুন্দর বেশি দেখতে নেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।