আমাদের কথা খুঁজে নিন

   

জানালায় জোনাকী

পাড়ার অলি-গলি জুড়ে
গুহার মতো গাঢ় অন্ধকার,
বিদ্যুৎ বিরতির কবলে শহুরের কৃত্রিমতা।
গর্তে জল ঢোকায় হুড়মুড় করে
বেরিয়ে আসা ইঁদুরের মতো
ছোট ছোট কামড়া থেকে বেরোয় মানুষ।
ঝুল বারান্দায় দাঁড়িয়ে জেলের ভেতর থেকে
দেখছি উৎসুক মানুষের ভীর।
নানা আকৃত্রির কতগুলো ছায়ার কিলবিল।

অদূরে চারতলার জানালায় দেখি জোনাকী,
এইসব অন্ধকার ছেড়ে আলোর পানে চেয়ে থাকি।
জোনাকীর বুঝি অন্ধকারই প্রিয়,
সবার মতো বিরক্তির রেখাটুকু চোখে পরেনা।
মনে হয় বহুকাল বুঝি আমি
এই জোনাকীর পথ চেয়ে আছি।
হঠাৎ জ্বলে ওঠে বিজলী বাতি, আর
জোনাকীকে আমি চিরতরে হারিয়ে ফেলি।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।