অন্ধকারে আর কবিতা আওড়াতে ভালো লাগে না, কৃষ্ণচূড়ার রঙ বড় বেশি ফিঁকে হয়ে যাচ্ছে. উদভ্রান্ত পাখিদের কুহুতান বৃষ্টির মত এখন আর আমাকে ভেজায় না, ভিষন নোনা লাগে নীলআকাশটা,জলতরঙ্গ মেঘেরা ফিরে যাওয়া শঙ্খচিল আজ.......
তবে কি খুব গোপনে জীবন তার মাত্রা গুলো বদলে নিচ্ছে!
এবং একটি কবিতা
চোখ-জলে নদীর গল্প লিখব বলে
বহুকাল মেঘ অাঁকছি আকাশের উপচ্ছায়ায়
চেয়ে দেখ, এই তার নিখুঁত স্কেস
লিখিতব্য চিত্রপটের অনিবার্য মেঘ গর্জনে
তোলপাড় গেরস্থালি; হৃদয়-জানালা-দরজা-বিরহ-ঘুলঘুলি
আমার নদী-গল্পের সাথে যদি ফের দেখা হয়
তোমাদের চোখের নাম পাল্টে রেখ
'ক্ষরণ'
ও নামেই আমি চোখ-জলে লিখে যাব কিছু দুঃসহ সময়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।