দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে সাম্রাজ্যবাদী শক্তিগুলোর হাত থেকে তৃতীয় বিশ্বের দেশগুলো স্বাধীন হতে থাকে। হাতছাড়া হয়ে যাওয়া এই দেশগুলোকে পুনরায় শোষণ করতে তারা নতুন কৌশল গ্রহণ করে। আগ্রাসী শক্তিগুলোর মালিকানাধীন বহুজাতিক কোম্পানিগুলো তাদের সাবেক উপনিবেশ দেশগুলোতে ঘাঁটি গাড়তে থাকে। ব্যবসায়ের আড়ালে তারা ধীরে ধীরে সেসব দেশের অভ্যন্তরীণ বিভিন্ন নীতি ও স্বার্থের সিদ্ধান্তের বেলায় প্রভাব বিস্তার করতে থাকে।
http://sonarbangladesh.com/article.php?ID=811
বিশ্ব সংস্থাগুলো (WB, IMF, ILO, ADB প্রভৃতি) নিজেরাও এসব করার পাশাপাশি বহুজাতিক কোম্পানিগুলোর অনুকূলে সরকারকে বিভিন্ন শর্ত পালনে চাপ দেয়। নতজানু সরকার অধিকাংশ সময় জনগণের স্বার্থবিরোধী এসব শর্ত মেনে নেয়। বাংলাদেশও এর বাইরে নয়। তবে আজ শুধু শিরোনামে উল্লিখিত বিষয়ে সীমাবদ্ধ থাকার চেষ্টা করবো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।