আমাদের কথা খুঁজে নিন

   

আমার সব বিভ্রান্তির ক্লান্তি

হারাতে চাই নিঃষীম আধারে,ডুবে যেতে চাই নিকশ কালোয়....যদি তোমায় না পাই আলোয়.........

কিছুদিন আগে ঘর পরিষ্কার করতে গিয়ে এই লেখা টা এক টা প্যাড এর কাগজে খুজে পেলাম। আমার এমন টুকরো কাগজে লেখার অভ্যাস টা অনেক দিনের,যেটা আদৌ দিনপঞ্জিকা জাতীয় কোন লেখার সঙ্গায় পড়ে না,লেখা গুলো আমার সংগ্রহতেও থাকে না। কাগজের সাথে নিঃশংগতা ভাগাভাগি ছাড়া এই জাতীয় লেখার অন্য কোন উদ্দেশ্য না থাকলেও কেন যেন আজ এমন ১টুকরো নিঃশংগতা সবার সাথে ভাগাভাগি করতে ইচ্ছা করছে। "শেষ বাতাসের বিচিত্র কোলাহল কখনো কখনো কালবৈশাখীর মারাত্তক ভ্রম তৈরি করে। মনের মধ্যে জমে থাকা সহস্র চিন্তার অলি গলি ঘুরে আমি আজ খুব ক্লান্ত।

বিভ্রান্তির অবিশ্রান্ত সম্মোহনী চেষ্টার কাছে আজ আমার নত মস্তকের পরাজয়। কোন সীমাহীন অনাদি অন্ধকার ঘরে আটকে থাকা আমার প্রতিটি স্পন্দন আজ মুক্তির শেষ আকাঙ্খায় খিপ্ত। গতকাল রাতে অদ্ভুত ১টা সপ্ন দেখলাম,পুরোটাই অর্থহীন। একেবারেই ছন্দহীন,খাপছাড়া,ঘোর লাগা বিচিত্র এক সপ্ন। অথচ ,সেই ক্লান্তিময় ঘোর এখনো আমায় ভাবাচ্ছে।

কিছু সময়ের অর্থহীন কোন কল্পদ্রিশ্যের ভ্রম কেন আমাকে এতটা বেশি টানতে পারে? বিভ্রান্তি কেন আমাকে এত বেশি আচ্ছন্ন করতে পারে? অনেক ছোট ছিলাম যখন,আমার তখন নাকি ঘুমের মাঝে চলার অভ্যাস ছিল,যাকে কিনা বলে নিশিডাক। আমার মা রাজ্যের দুশ্চিন্তা নিয়ে প্রায় রাতে ঘুমোতে যেত,যার আগে চলতো,আমার নিশিডাককালীন নিরাপত্তা সংক্রান্ত তার বিশাল কর্মযজ্ঞ। দরজায় খুব ভালো করে ছিটকানি এটে তার নিচে ১ টা মোটা লাঠি রাখা হতো,যাতে নিশিকালে আমি যদিও বা নিশাচরের মতো নিঃশব্দে ছিটকানি খুলে সিড়ি ঘরে নেমে যেতে চাই,লাঠি সরার শব্দে যেন আমার মাও জেগে উঠতে পারেন! একবার এমন ঘুমের মাঝে ভয়ঙ্কর একটা কাজ করে ফেলেছিলাম,রান্নাঘর থেকে বটি বের করে নিয়ে এসেছিলাম। সে এক ভয়ঙ্কর গল্প। গল্পের শেষ টা কোন রকম দুর্ঘটনা ছাড়া সম্পন্ন হলেও,তার পর থেকে অনেক রাত, আমার মায়ের চোখের ঘুম হারাম হয়ে গিয়েছিল আমার চিন্তায়।

ছোটবেলার সেই ঘুম-হন্টন রোগ টা এখন আর নেই আমার। আমি এখন ঘুমোতে পারি অনেক টা মড়ার মতন ই! কিন্তু সমস্যা থেকে গেছে...... আমার এখনকার এই জেগে থাকাই আমার কাছে সেই নিশিডাকের ঘোর বলে মনে হয়। সঙ্গাহীনভাবে ছোটবেলার সেই বন্ধ চোখে হাটার চাইতে এখন,এই সময়ে,সজ্ঞানে থেকেও আমার মনে হয়,আমি যা দেখছি,যা করছি,তার পুরোটাই অবাস্তব... মায়া... বিভ্রান্তি... চোখ খুলে এমন বিভ্রান্তিকর পথ চলায় যে কি বোবা অপার্থিব এক যন্ত্রণা আছে,সেটা শুধু আমার মতো হতভাগ্যরাই অনুভব করতে পারে....................."

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.