রাস্তায় কাক মাথায় ইয়ে করে দিলে, আমি কাকের দিকে তাকাই। বিব্রত হইনা। কাককে সাধুবাদ দেই। টার্গেট তো ভালোই। একুরেট।
রাস্তার পাশ দিয়ে হেটে যাচ্ছি, ধুম করে প্রাইভেট কারের গমন। রাস্তার পাশে থাকা ময়লা পানিতে শার্ট, প্যান্ট শ্যাষ। আমি বিব্রত হইনা। ভাবি বাহ! লোকটাতো ভালো স্পীডে গাড়ি চালাতে শিখেছে।
বাজারে ভোজ্য তেলের দাম আকাশ ছোয়াঁ।
দাম দর করলে না মিললে দোকানদারের কঠিন কথা, যান এই দাম দিয়া এইটা তেল তো না-ই। পানিও পাইবেন না। আমি শুণে মোটেও বিব্রত হইনা। ভাবি লাভ না হলে দোকানদারের আর কী করার আছে?
কিন্তু সবাই তো আর এমন না। সবাই বিব্রত।
প্রধানমন্ত্রী বিব্রত দেশের পরিস্থিতি নিয়ে, বিরোধী দলীয় নেত্রী বিব্রত তার দলের কোন্দল নিয়ে, এরশাদ সাহেব বিব্রত তার বিয়ে গুজব নিয়ে। বিচারপতি বিব্রত বাড়ী বিষয়ক মামলার শুনানি নিয়ে। সবাই বিব্রত। বলে বলে আর আপনাদের বিব্রত করতে চাই না। কারন আপনিও অলরেডি কোনো না কোনো বিষয়
নিয়ে হয়তো বিব্রত।
সেটা কী?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।