আমাদের কথা খুঁজে নিন

   

পিলখানার ঘটনায় কুড়িগ্রামে ৩৪ বিডিআর আটক



পিলখানার ঘটনায় কুড়িগ্রামে ৩৪ বিডিআর আটক পিলখানা হত্যাকান্ড ঘটনায় ২৭ রাইফেলস ব্যাটালিয়ন কুড়িগ্রাম হেড কোয়োর্টার থেকে ৩৪ বিডিআর জোয়ানকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে পুলিশ সুপার মাহবুবুর রহমানের নেতৃত্বে এক দল পুলিশ সেনাবাহিনী ও র‌্যাবের সহায়তায় কুড়িগ্রাম শহরের ২৭ রাইফেলস হেড কোয়ার্টারে অভিযান চালিয়ে তাদের আটক করে। সোমবার সকাল ১১টার দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর চীফ জুডিশিয়াল মেজিস্ট্রেট কোর্টে ১২০(বি), ১২১ এবং ১২১ (এ) ধারায় ঐ ৩৪ জন বিডিআর সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং ১৪৪/০৯। গ্রেফতারকৃতদের মধ্যে সুবেদার মেজর ২জন, নায়েক সুবেদার ১জন, হাবিলদার ৯জন, ল্যান্স নায়েক ৪জন এবং সিপাহী ১৮জন।

পুলিশ ও মামলা সুত্রে জানা গেছে, গত ২৫ ফ্রেব্রুয়ারি ঢাকার পিলখানার বিডিআর বিদ্রোহের জের ধরে পরদিন ২৬ ফেব্রুয়ারি কুড়িগ্রামস্থ ২৭ রাইফেল ব্যাটালিয়নের সদর দপ্তরের এই ৩৪জন জোয়ান সশস্ত্র বিদ্রোহ করে। তারা অস্ত্রাগার থেকে গোলা বারুদ বের করে ২২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় তারা ৩জন সেনাকর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখে। এরই প্রেক্ষিতে সরকারের অনুমোদনক্রমে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের ৪ শতাধিক সদস্য অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরে বিডিআর জোয়ানদের আদালতে হাজির করলে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, সরকারের অনুমতি সাপেক্ষে বিদ্রোহী বিডিআর জোয়ানদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের গ্রেফতার করা হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.