আমার চোখে বর্তমান...
আজকের দিনটি জাতির সবচেয়ে বেদনার একটি দিন। এতোগুলো প্রান এক সাথে হারানো, মুক্তিযুদ্ধের পর আর কখনো হয়তো হয়নি। দেশের সার্বভৌমত্বের প্রতি স্পষ্ট হুমকি হয়ে দাড়িয়েছিল এ ঘটনা। আমার কয়েকটি পর্যবেক্ষন:
১. এ ঘটনার বিচার নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে। এক সঙ্গে এতো লোকের ফাসিঁর বিষয়টি সহজ কথা নয়।
ক্ষতিগ্রস্থদের পরিবার থেকেও বিচারের ব্যাপারে অসন্তোষের বিষয়টি শুনলাম। এ বিষয়ে সরকার থেকে বা বিচার বিভাগ থেকে কি একটি নোট বা মতামত দেয়া হয়েছে? বিচারের রায়েই বা কি কিছু বলা আছে?
২. বলা হয়ে থাকে বিডিআরের নামে মুখোশধারী কিছু অন্য লোক (অন্য দেশেরও) এ ঘটনার সময় পিলখানায় ছিল।
আমার প্রশ্ন: এতোদিন হলো এ বিষয়ে কোন নির্দিষ্ট প্রমান কি অভিযোগকারীরা উপস্থাপন করতে পেরেছেন?
৩. বলা হয়ে থাকে আওয়ামী লীগের রাজনৈতিক পরিকল্পনায় এ ঘটনা ঘটেছে।
আমার প্রশ্ন: আওয়ামী লীগ তখন মাত্রই ক্ষমতায় গেছে। আর এ ঘটনায় সরকারের ভীত নড়ে গিয়েছিল।
সেনাবাহিনী এতোবড় একটা কঠিন অবস্থায় পড়ুকে সেটা নিশ্চয়ই কোন নতুন সরকার চাইবে না, তাই না?
এ ঘটনার সব শহীদদের আত্বার মাগফেরাত কামনা করি। তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।