আমাদের কথা খুঁজে নিন

   

পিলখানার তদন্ত কোন পথে?



বিডিআর সদর দফতর পিলখানায় নারকীয় হত্যাযজ্ঞের ঘটনায় এখন পর্যন্ত বেশ কয়েকটি তদন্ত টিমের অস্তিত্ব লক্ষ করা গেলেও বাস্তবিক কোন ফল লক্ষ করা যাচ্ছে না। প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রিকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, পরবর্তীতে সমালোচনার মুখে স্বরাষ্ট্র মন্ত্রিকে তদন্ত কমিটি থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সেনাবাহিনী নিজেরা নিজস্ব কর্মকর্তাদের নিয়ে আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে। যদিও সরকারী কমিটিতে বেশ কয়েকজন সেনাবাহিনীর কর্মকর্তা রয়েছে। মামলার তদন্তের জন্য রয়েছে আইন অনুযায়ী আরেকটি তদন্ত দল।

এটিতেও পরিবর্তন আনা হয়েছে। তদন্তকারী কর্মকর্তার ভূমিকা নিয়ে মিডিয়ায় সমালোচনার কারণে। এখন আবার বাণিজ্য মন্ত্রিকে সব তদন্ত কমিটির সমন্বয়কারী নিয়োগ করা হয়েছে। তিনি যথারীতি নানান কথা বলতে শুরু করেছেন তাতে তদন্তের গতি কোন পথে যাবে? বিশ্ববিখ্যাত মার্কিণ গোয়েন্দা সংস্থা এফবিআই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত শেষে কি মন্তব্য করেন সেটা দেখার অপেক্ষায় আছে দেশবাসি কিন্তু সংশয় হচ্ছে এফবিআই খুব বেশি সফল তদন্ত দল এমন আশা করা নিশ্চিত অসম্ভব।

কেননা, এফবিআই নাইন ইলেভেনের ঘটনায় তেমন কোন সফলতা দেখাতে পারেনি। বৃটিশ তদন্ত দল স্কটল্যান্ড ইয়ার্ডও তদন্তে নেমে পড়েছে তাদের অবস্থাও একই রকম। লন্ডনেরপাতাল রেলের বোমা বিস্ফোরন ঘটনায় তারা তেমন কোন অগ্রগতি দেখাতে পারেনি। অবশ্য ওইসব বিদেশী বনেদী তদন্ত দলকে দোষ দিয়ে লাভ নেই কারণ তারা তো আর গায়ে পড়ে আসেনি বরং আমদের সরকার বাহাদুরই তাদেরকে জামাই আদরে দাওয়াত করে এনে রেখেছে। তবে তাদের কান্ডজ্ঞান থাকা উচিত, যারা নিজেদের সমস্যার সমাধান করতে পারে না তাদের হুট করে অন্যের দাওয়াত কবুল করার দরকার কি? আমাদের দেশে অনেক ঘটনা ঘটেছে ইতিপূর্বে, তদন্তও হয়েছে অনেক কিন্তু কোন ঘটনার শেষ ফল দেখতে পারেনি।

এবারের ঘটনার ফল দেখতে পারবে কিনা সেই প্রতিক্ষা দেশবাসির।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.