পরিবর্তনের জন্য লেখালেখি
দুই দলে যুদ্ধ বাধলে যুদ্ধ শেষে বিজয়ী দল সব সময়ই তার মত করে ইতিহাস রচনা করে । এইজন্য অনেক সময় সত্য চাপা পড়ে যায় । আজকের ডিজিটাল মিডিয়া , তৎক্ষণাৎ যোগাযোগের প্রচুর মাধ্যম তৈরী হয়ে যাওয়াতে এই " নিজের মত করে" ইতিহাস লেখা কিংবা " ধামা চাপা " দেওয়ার কাজটা আগের চেয়ে কঠিন , তবে অসম্ভব না ।
গত দুই - তিনদিন ধরে আমরা দেখলাম ২৪ ঘন্টার ভিতরে ভিলেন আর হিরো বদলে গেলো । দুর্নীতিবাজ হয়ে গেলো বিবেচক।
শোষিত হয়ে গেলো পাশবিক খুনী । এখন সত্য মিথ্যা নিরুপনের জন্য হি সেইস আর শি সেইস এর বাইরে আমরা যারা ঘটনাস্থল থেকে প্রমান পাওয়ার আশায় ছিলাম তারা হতাশার সঙ্গেই দেখলাম , এক পক্ষের নিয়ন্ত্রনে চলে গেলো পিলখানা। এখন আর পিলখানার ভিতর থেকে কিছু পাওয়া যাবে কিনা , সেইটা অবিকৃত না ট্যাম্পার্ড বুঝার উপায় থাকলো না ।
সারা জীবন যাদের চিনে এসেছি তাদেরকেই বিশ্বাস করতে পারছিনা যে তারা সৎ ও নিরপেক্ষ রিপোর্ট দেবে । পিলখানার ভিতরে তো কিছু করতে পারবেন না ।
সাংবাদিক , বন্ধু, পরিচিত , আত্মীয় স্বজন যারা আছেন, তারা যদি তাদের নিজেদের কাছে থাকা তথ্য গুলো জড়ো করতেন ভালো হত ( কিংবা এখন যা খারাপ হচ্ছে , তার চেয়ে বেশি কি আর খারাপ হবে?) আন্দাজ না । সঠিক তথ্য। আমরা ব্লগাররাও যথেষ্ট পাওয়ারফুল । সেইটার উপর ভরসা করে বললাম ।
পিলখানার ভিতরে অনেকের কাছেই মোবাইল ফোন ছিলো ।
ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত অনেকেই কথা বলেছেন । কেউ ছবি তুলেছেন কিনা জানি না । যারা সরাসরি কথা বলেছেন , মোবাইল ফোন এ যদি কোন ছবি পেয়ে থাকেন --- তারা এই সব যোগাড়ের চেষ্টা করুন। আমি চেষ্টা করছি আমার আত্মীয় বন্ধুদের অভিজ্ঞতা , তথ্য , অডিও ভিডিও ফুটেজ ( যদি থাকে) যোগাড় করতে । সরাসরি কথা বলেছেন , এমন কাউকে চিনলে জেনে নিন তার কাছ থেকে তিনি কি জানেন ।
( যাদের কেউ মারা গেছেন , তাদেরকে বিরক্ত না করাই ভালো । )
এখনো প্রবল শোকের সময় । স্থান, কাল , পাত্র বুঝে নিজের বিবেচনায় তথ্য যোগাড়ের চেষ্টা করবেন কি করবেন না , সেইটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম । তবে , আবারো অনুরোধ করছি , মানসিক ভাবে বিপর্যস্ত কাউকে বিরক্ত করবেন না ।
আমি বি ডি আর সদস্য বা তাদের পরিবার এমন কাউকে চিনি না ।
কেউ যদি জানেন তো কথা বলে জানাবেন । ধন্যবাদ ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।