© ২০০৬ - ২০১১ ত্রিভুজ
২৫ ফেব্রুয়ারীর ঘটনাগুলো একটার সাথে আরেকটা জোড়া দিলে চিন্তিত হওয়ার মত অনেক কিছু খুঁজে পাওয়া যাচ্ছে।
প্রথমত, টিভি মাধ্যমগুলোতে জওয়ানরা বলতেছিলো যে আগের দিন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তারা তাদের অভিযোগ জানাতে গিয়েছিলো। কিন্তু তারা সেটা শুনতে নরাজ ছিলেন। পরবর্তীতে অবশ্য এই বক্তব্যওয়ালাদের আর খুঁজে পাওয়া যায়নি। সেনা অফিসারদের লাশের সাথে তাদের লাশও পড়ে গিয়েছে কিনা সেটা স্রষ্ট্রাই ভাল জানেন।
দ্বিতীয়ত, বিডিআর জওয়ানদের এলোমেলো বক্তব্যকে খুব বেশী হাইলাইট করে বিদ্রোহী বিডিআর সদস্যদের প্রতি জনগণের সিম্প্যাথি বাড়ানো হয়েছে। ২৭ ফেব্রুয়ারী পর্যন্ত এটা মোটামুটি স্ট্যাবলিশ করা হয়েছে যে সেনা অফিসাররাই আগে গুলি করেছে। প্রচার মাধ্যম যখন এসব প্রচার করছিলো তখনও টক শোতে নানা রকম বিশেষজ্ঞ নানা কথা বলেছে। কেউ তখন মিটিং এ লোডেড গান নিয়ে যাওয়া সংক্রান্ত ফ্যাক্ট তুলে ধরে এই গুজবটা বন্ধ করেনি কেন?
তৃতীয়ত, সাধারণ ক্ষমা ঘোষনার আগেই যখন সেনা বাহিনী মিশন পরিচালনা করতে চেয়েছিলো তখন তাদের সেটা করতে দেয়া হয়নি কেন? সরকারের দাবী হচ্ছে যদি সেনা কর্মকর্তারা হয়তো ভেতরে জিম্মি আছে যাদের রক্ষা করা প্রয়োজন। জিম্মিদের সাথে সরকার ফোনে কথা বলে নিশ্চিত হয়ে নিলো না কেন? নাকি সরকার জানতো ততক্ষনে সবার লাশ পড়ে গিয়েছে?
চতু্র্থত, সাধারণ ক্ষমা ঘোষনার পরেও যখন বিদ্রোহীরা আত্মসমর্পন করতে রাজী হয়নি তখনই কি বুঝা উচিত ছিলো না যে ঘটনা গুরুতর? আমরা তখন শুধু আমাদের সাংসদ আর মন্ত্রীদের ক্রেডিট নিতে দেখেছি.... তারা এতগুলো মিটিং করলেন কিন্তু একটিবারও সেনা অফিসারদের জীবনের বিষয়ে নিশ্চিত হয়ে নিলেন না কেন? ভেতরে যদি সেনা সদস্যরা বেঁচেই থাকে তাহলে তাদের সাথে ভিডিও কনফারেন্সিং করা যেতো.. ফোনে কথা বলা যেতো।
এগুলো কিছু না করেই বিদ্রোহীদের কথায় সরকার বিশ্বাস স্থাপণ করলো কেন?
এর মাঝে আরে অনেক প্রশ্ন আছে... কিন্তু সবচাইতে গুরুতর প্রশ্নটি হচ্ছে সরকার জেনে শুনে বিদ্রোহীদের পালানোর পথ করে দিলো কেন? বিদ্রোহীরা যখন বের হয়ে যাচ্ছিলো তখন কিছুদূর রাস্তা পার হওয়ার পরপরই তাদের ধরা হলো না কেন? আমরা দেখলাম বিভিন্ন জেলা থেকে তাদের খুঁজে খুঁজে বের করা হচ্ছে। ধরনার করা হচ্ছে মূল খুনীরা পালিয়ে গিয়েছে। পিলখানা থেকে সরকারের চোখের সামনেই আসল খুনীদের পালিয়ে যাওয়ার উপায় করে দেয়া হলো কেন?
এই ঘটনার সরকারের বিব্রত হওয়ার কথা... আমরা দেখছি সরকার উলটো রাজনৈতিক বক্তব্য দিতে শুরু করেছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীরা জনগণের সামনে গিয়ে যেসব বক্তব্য গত দুইদিন ধরে দিচ্ছে সেগুলো কী তারা দায়িত্ব নিয়ে দিচ্ছে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।