জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই
খবরটা পড়ে অবাক হলাম। পত্র পত্রিকায় এবং এই ব্লগে নানা জন বাংলাদেশের অর্থনীতিতে বিশ্বমন্দার কারণে ধ্বস নামার কথা বলেছেন। বিশ্বমন্দার কারণে নানা খাতের জন্য বরাদ্দ দেয়ার পরিকল্পনাও করছে সরকার। অথচ আজকের পত্রিকার খরব হল, রপ্তানী আয় বাড়ছে।
আমার কাছে মনে হয়, বৈশ্বিক মন্দার কারণে আমরা উপকৃতও হতে পারি।
বিশেষত আমাদের দেশের রপ্তানী পণ্যের মধ্যে তৈরি পোশাক যা হয়, তা সবই কম দামী। এসব পোশাকের চাহিদা মন্দার কারণে বাড়বে। ফলে কম মূল্যের পোশাক তৈরি করে আমরা আরও রপ্তানী বাড়াতে পারি। অনর্থক হতাশ হওয়ার কিছু নাই। সব মন্দা খারাপ না।
মন্দার কারণে যদি রপ্তানী বাড়ে তাহলে আমরা কেন মন্দা মোকাবেলার জন্য এডিবির কাছ থেকে ২০ কোটি ডলার জরুরি সহায়তা নিচ্ছি ? আর কেনই বা বিভিন্ন খাতে মন্দা সহায়তার নামে কোটি কোটি টাকা বরাদ্দ দেয়া হচ্ছে ? মন্দার সুযোগটুকু গ্রহণ করলেই তো আমরা কোন ঋণ না নিয়েও মন্দা মোকাবেলা করতে পারছি। ব্যবসায়ীরা মন্দার ধুয়া তুলে সরকারী সহায়তার টাকা নিজের পকেটে ঢোকানোর সুযোগ খুঁজছে না তো ?
খবর এখানে
সাহায্যের খবর
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।