আমাদের কথা খুঁজে নিন

   

জ্বরে জ্বরে মাতৃ পিতৃ ক্রন্দন

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

২৭ তারিখের কথা... জ্বরে জ্বরে শরীর পুড়ে যাওয়ার যোগাড় । ল্যাপটপটা হাতের কাছে রেখেই ঘুমিয়ে পড়লাম, রাতে এত জ্বর আসলো যে, ঘুমের ঘোরে অনেকদিন পর বিক্ষিপ্ত অনেক ঘটনা,স্মৃতি ভেসে উঠল । স্মৃতি আমাকে কখনো কষ্ট দেয়, কখনো আনন্দ দেয় । তাই যতটা পারি কষ্টের ব্যাপারগুলো এড়িয়ে যেতে, কে চায় কষ্টের ঘানি টানতে ? অন্তত আমি চাই না । কিন্তু মাঝে মাঝে আমার কাছে কষ্ট গুলো খুব সুখ সুখ অনুভূতিতে প্রকম্পিত হয় ।

এই '' এই কষ্ট কষ্ট সুখের '' অনুভূতিটা কি তা আজ বুঝলাম আবার । রাতে স্বপ্নে আমি আব্বা আমাকে দেখলাম । কেন ? প্রথম উত্তর: হয়ত অসুস্থ হলে আব্বা কি আম্মা আমাকে সেবা যত্ন করতেন সেই কারনে । দ্বিতীয় উত্তর: হয়ত ঘুমের ঘোরে আমি একাকিত্ব অনুভব করছিলাম তাই স্মৃতির পাতায় যাদের বেশি চোখে দেখেছি, তাদেরই মুখ ভেসেছিল । তৃতীয় উত্তর: হয়ত ঘুমের আগে তাদের নিয়ে চিন্তা মগ্ন ছিলাম, তারই প্রতিফলনে এই অনুভব ।

বোনকেও দেখলাম, বলতে গেলে সম্পূর্ণ পরিবারই দেখা হয়ে গেল । এই লাইনটা লেখার সময়ও কষ্ট কষ্ট সুখ অনুভব করছি । কি অদ্ভুত আমাদের আবেগ ! তাই না ! শুধু তো জ্বর ছিল না, ছিল শর্দি, কাশি, শরীর ব্যথা বলতে গেলে আমি পুরোপুরি বিছানায় থাকার জোগাড় । পত্রিকায় পড়লাম নতুন মহামারীর খবর । কে জানে আমি এই মহামারীর আক্রান্ত সদস্য কি না ! যদিও অস্ট্রিয়াতে ১ জন আক্রান্ত হয়েছে ।

উড়োজাহাজে করে আক্রান্ত ব্যক্তি রোগ বহন করে নিয়ে এসেছেন । তাছাড়া ভিয়েনার গবেষকরা নাকি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এর উন্নত মানের প্রতিষেধক এবং নিমূর্ল করার পন্থা বের করার জন্য । যার পরিপ্রেক্ষিতে একটি এই রোগের নমুনা প্রেরণ করা হয় সেন্ট্রার ল্যাবরেটরীতে যা সাধারন পার্সেল প্যাকেটে তাও আবার ট্যাক্সি চালককে দিয়ে ভিয়েনার গবেষকরা বিভিন্ন গবেষনাগারে তারা চালাচালি করে প্রেরণ করেন !!! তারা (গবেষকরা) আবার এই প্যাকেট ধরতে গিয়ে ২ বার হাত পরিষ্কার করেন বলতে গেলে সারা শরীর ধৌত করেন, মুখোশ পরেন, আরও বাড়তি পোশাক পরে নেন শুধু মাত্র পরীক্ষা তো দূরের কথা, শুধু দেখার জন্য !!! !!!!!!!!!!!!!! পরে বিষয়টি প্রকাশ পেল, ট্যাক্সি চালক নিজেই স্বীকার করল । পত্রিকায় ছবি ছাপা হল, নিন্দার ঝড় বইল আর কি হল ? কাচঁ কলা । মূল কথায় ফিরে আসি ।

যখন ভোর হয়, তখনও ঘুমিয়ে ছিলাম । সকাল হল, তখন খেয়াল যে আমি আজ অনেক অনেক দিন পর কাছের কাউকে আমি অনেক কাছে পেয়েছি । এই লাইনের কথার উক্তি কোন ভালবাসার মানুষকে না বরং আমার মাতৃ পিতৃ এর উপর নির্দেশ করেছি । আমি যদিও এদের আশা করিনি তবুও আমার মন আশা করেছে । তাই এই জ্বর যেন আমার জীবনের প্রতিদিন আসে ।

জ্বরের আমি কাথাঁপুড়ি ! জ্বরে শরীর আমাকে সাময়িক দুর্বল করবে কিন্তু এই বিরল অনুভূতিকে বারংবার জাগ্রত করবে, যা আমার জন্য জান্নাত এর ফল স্বরূপ ! (আল্লাহ মাফ করুক,কারণ আমি বেহেস্ত এর ফল ভক্ষণ করি নাই) আমার এই পাশ্ববর্তী উক্তিতে আবার নাস্তিক সাহেবগণ কটু মন্তব্য করবেন না, এটা আমার অনুরোধ, কারণ আমি আস্তিক । আস্তিক এর অর্থ কি সেটা হল বিশ্বাস । যে বিশ্বাস এ কোন প্রকার ক্ষতি হয় না, সেই বিশ্বাস স্থাপনে অনাগ্রহী নই । (এই বিষয়ে কেউ মন্তব্য করলে, কমেন্ট মডারেট করা হবে । ) যেহেতু ব্যাপারটা আমার সুতরাং আমার এই ইসলাম নামক জীবন বিধানের ব্যাপারটা মানা না বা না মানা সেটাও আমার ব্যাপার ।

ইসলামের যেসব ব্যাপার ভাল লাগে, তা গ্রহণ করি । আর যে গুলো ভুয়া লাগে ঐগুলো ত্যাগ করি ! যেমন: দাবা খেলা, ছবি, মহামারী, যুদ্ধ জয়ের সম্পদ হিসেবে মানুষ আরও ইত্যাদি অনেক বিতর্কিত বিষয় । যাই হোক, কথা ঘুরতে ঘুরতে আমি আমার পোষ্টের বিষয়ই ভুলে যাই । যা বলছিলাম, জীবনে ভালবাসার সময় পেলাম না, তাই পছন্দের মানুষ মানেই পরিবারের মানুষ চোখে ভেসে উঠে । যদিও তারা আমার পছন্দের মানুষ বলে মৌখিক স্বীকৃত না কিন্তু মাঝে মাঝে অন্তর(মন) থেকে এমনিতেই চলে আসে ।

একেই বলে আত্নীয় (আত্নার সাথে সম্পর্ক যার সেই আত্নীয়-এই আত্নীয় এর বিশ্লেষণ কোন শ্রেনীতে পড়েছি মনে পড়ে না, তবে এতটুকুই মনে পড়ে স্কুলের ধর্মের শিক্ষক ইসলাম ধর্মের বইয়ের আত্নীয় পর্বটুকু পড়ানোর সময় আমাকে প্রশ্ন করেছিলেন যার উত্তর দিতে পারি নাই, তবে এই বলে শাস্তি দেন নি আমাকে । হয়ত সেই কারণেই এই কথা আজও মনে রেখেছি । ) (পোষ্টটি লেখার সময় জানালা দিয়ে বিদ্যুত চমকায়, একটু পড় হালকা বজ্রপাতের শব্দ হয়, মনেহয় আজ রাতে বৃষ্টিতে স্নান(গোসল) করবে ভিয়েনা) আমার বন্ধুরা >>> (পরিচিত- কারণ বিপদেই বন্ধুদের আসল বন্ধু বলে পরিচয় দেওয়া যায় আর আমার বন্ধুরা সবাই পরিচিত কেউই বিপদের সময় আসবে বলে মনে হয় না তবুও বন্ধু বলি, এইটাই সমাজের সাধারণ নিয়ম) বন্ধুত্বটা এরকম যে সময়ের সাথে কাজের সাথে পরিবতর্ন হয় । যদি অটুটঁ থাকে তাহলে তো ভালই । (উক্তিটি আমার বাবার, তাই তিনি বলেছেন বন্ধুত্ব করে কষ্ট না পেতে, হয়ত তিনিও কষ্ট পেয়েছেন, কে জানে ? হেহে জানে শুধু তিনি নিজেই ।

) ভালবাসার সময় পেলাম না বললে ভুল হবে । সময় ছিল কিন্তু হয়ত কাজে লাগাতে পারি নাই কিংবা হয়ত খুজেঁই পাই নাই । বন্ধুরা ঠিকই বিয়ে করছে না হয় বান্ধবী পাচ্ছে , পরিবতর্ন করছে, মনে হচ্ছে ''চাহিবা মাত্র পাওয়া যাইবে'' । হেহেহেহেহে ব্যাপারটা যদিও আমার কাছে ভাল লাগে না, তবে খারাপও লাগে না । মানুষ হিসেবে খারাপ লাগে এবং পুরুষ হিসেবে ভাল লাগে ।

দুই নৌকায় পা দেওয়া অবস্থা বেশীর ভাগ ক্ষেত্রেই মেয়ে দেখলে ছেলেরা মনে হয়...যায় যায় অবস্থা । আমার বন্ধু গুলোও ব্যতিক্রম না, তারা এখন আমার বান্ধবী নিয়ে ব্যতি ব্যস্ত আছে, হেহেহেহেহ তাদের পন(উদ্দেশ্য অটুট) যে, তারা বান্ধবী জুটিয়েই ক্ষান্ত হবে না বরং এর প্রথম অধ্যায় ''বিয়ে'' পর্যন্ত বল গড়ানোর মত নিয়ে যাবে ! (যদিও অনেকেই ভালবাসার শেষ অধ্যায় বিয়ে মনে করেন কিন্তু আমার কাছে এটা শুরু কারণ ভালবাসার মর্মাথ আজও বুঝি নাই, তবে আচঁ পাই বিয়ে করার পর বুঝতে চেষ্টা করব) যাই হোক, আজ(০৪.০৫.২০০৯) মন মেজাজ খুবই ঠান্ডা তাই বিয়ের ''কাথাঁপুড়ি'' কারণ যুথি বিবির সাথে খেলাটা এখনও শেষ করতে পারি নাই, মনে হয় পরাজিত হব । (অফ টপিক) আমার যে বানরের মত চেহারা, মহিলা বানর বা বান্দরনী ছাড়া কেউ কপালে পড়বে না । (আমার কথা) আমার চঞ্চল বা ছটফট স্বাভাবের জন্য খুব ঠান্ডা মেয়ে কিংবা না হয় পাগলী যে আমার থেকে বেশী ছটফট করে যাতে আমি নিজেই আমার বড় মহিলা বস দেখে ঠান্ডা হয়ে যাই, এমন মেয়ের সাথে বিয়ে হওয়া উচিত । (আমার বন্ধুদের উক্তি) আর অতি দ্রুত কাউকে ''তুমি'' সম্বোধন করতেও পারি না ।

ব্লগার ঋফায সাহেব অনেকবার অনুরোধ করেন যে, তাকে যেন ''তুমি'' বলি আর ''সাহেব'' শব্দটি ত্যাগ করি । কিন্তু সব সময় খেয়াল থাকে না ''তুমি'' বলতে । (বৃষ্টি আর হল না, ঐ বজ্র পড়েই ভিয়েনায় বৃষ্টিকুমারীর শক্তি শেষ হয় । হয়ত ভোরে একটু পরতে পারে । তবে আজ আবহাওয়া ঠান্ডা ।

) স্বপ্নে আজ বাংলাদেশ বিনামূল্যে ঘুরে আসলাম । তবে ভাসর্ন ছিল অনেক পুড়নো, আমার মাতৃভূমি যখন ত্যাগ করেছি, ঠিক আগের সময়কালের । সুতরাং এখনতো অনেক পরিবতর্ন হয়েছে । পরেরদিন দুপুরে আমি হাসপাতালে গিয়ে রক্ত পরীক্ষা করতে পাঠিয়ে দেই । তবে ফলাফর পজেটিভ -আমি মহামারীতে আক্রান্ত নই ।

তবে শরীরের তাপমাত্রা স্বাভাবিক থেকে একটুখানি বেশী । তাই তারা এখন মাসিক পরীক্ষার ঝামেলায় ফেলে দিল । দরকার পড়লে তারা নাকি সাপ্তাহিক পরীক্ষা নিরীক্ষায় ডাক দিবে ! রোগ হলেও ঝামেলা না হলেও ঝামেলা !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.