আমাদের কথা খুঁজে নিন

   

জ্বরে জ্বরে জর্জরিত...

আমার চোখে বর্তমান...

ইদানীং খুব জ্বরের প্রকোপ দেখা হচ্ছে। প্রায় বাসাতে জ্বরের রুগী। আত্বীয়, বন্ধু, কলিগদের মধ্যে অনেকে জ্বরে পুড়ছে। আমার বাল্যবন্ধু ব্লগার মুহিবকে কালকে দেখতে গেলাম। বেচারাও বেশ কিছু দিন ধরে জ্বরে ভুগে একেবারে কাহিল।

আমি অনেক বারই জ্বরে ভুগেছি, ডেংগু, টাইফয়েড ইত্যাদি ইত্যাদি। কয়েকবার বেশ খারাপ ধরনের অসুস্থ হয়ে পড়েছিলাম। তবে মনে হয় দেশের বাইরে থাকতে কখনো অসুস্থ হইনি। মনে হয় বাংলাদেশেই মানুষ বেশী জ্বরে বা অন্যান্য রোগে আক্রান্ত হয়। মনে হয় আমাদের স্বাস্থ্য সচেতনতা অনেক কম এবং পরিবেশ দূষন, খাদ্যাভ্যাস, ভেজাল খাবার এই জন্য দায়ী।

এই নিয়ে মনে হয় ভালো একটা রিসার্চ হওয়া দরকার। এবার আমার ছেলেকে নিয়ে একটা ঘটনা বলি। কিছুদিন আগের কথা। আমার ছেলের সারাদিন বেশ জ্বর ছিল। হঠাৎ অফিসে ফোন করল আমার বউ, ছেলে খুব অসুস্থ হয়ে পড়েছে।

আমি বউকে বললাম তাড়াতাড়ি ছেলেকে হাসপাতালে নিয়ে যেতে। আমি সরাসরি অফিস থেকে হাসপাতালে রওনা হলাম। হাসপাতালে আমি বাচ্চাকে কোলে নিয়ে জিগ্গেস করলাম, আব্বু তুমি কেমন আছ? আমার দুই বছর বয়সী ছেলে বলল, আমি ভালো নেই... আমার মাথায় হঠাৎ বজ্রপাত হলো। সারা আকাশ ভেংগে আমার পড়ল খান খান হয়ে... আল্লার কাছে অশেষ শুকরিয়া, আমার বাচ্চা তার দুই একদিন পরেই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.