আমাদের কথা খুঁজে নিন

   

একাই, অথবা নই

একট হাসি, অলস দুপুর, এক ফোঁটায় জলের পুকুর।

শব্দগুলো চুরি হয়ে যাবে ভয়ে বইয়ের মাঝে রাখি বেঁধে তাদের। আচ্ছা শব্দগুলো কি থাকতে চায় সাদা পাতায় আটকে ? কাগজটা লাল হলে ভালো লাগতো তাদের?? কমলা, নীল কিংবা হলদে?? চিন্তাটা হারিয়ে যাবে ভয়, তাই শব্দের মাঝে বেঁধে রাখি তাদের। চিন্তাগুলো হাঁপিয়ে ওঠে কি স্থিরতায়? পানি জমে বাষ্প হয়, মেঘ থেকে হয় বৃষ্টি, পরিবর্তনের চক্রে পড়ে হয় না কিছুই সৃষ্টি। কিংবা হয়তো হয়। হয়ত পানি চায় না মেঘ হতে, শব্দ গুলো চায় ছড়িয়ে যেতে চিন্তা গুলো বদলাতে, হয়তো সবাই চায় নিয়মের বেড়াজাল থেকে মুক্তি। অথবা নয়। আমি হয়তো একাই, অথবা নই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।