অদ্ভুত আঁধার এক এসেছে এ-পৃথিবীতে আজ ...........
কোন কথা না বলে চলে যাওয়ার আগে------
কখনও তুমি বলবেনা একটু দাঁড়িয়ে যায়,
তাহলে কেন কষ্ট পাওয়া?
বৃষ্টিতে একা ভিজতে ভিজতে যখন
বারবার সেলের দিকে চোখ আটকে যায়,
কখনও তুমি বলবেনা
একটু অপেক্ষা কর----
আমি আসছি......
তাহলে একাই কেন এ বৃষ্টিতে ভেজা?
ভয়ানক দুঃস্বপ্ন দেখে ঠিক মধ্যরাতে যখন
ঘুম ভেঙ্গে যায়-----
তখনো কেউ বলবেনা
ভয় পেয়েছো?
ভয় নেই তুমি ঘুমোও।
আমি ঘুম পাড়ানি গান শোনাচ্ছি.........
তাহলে কেন সেই মধ্যরাতে একা কাঁদা?
সবকিছু ছেড়ে ছুড়ে একদিন চলে গেলেও
হয়ত একটি বার পেছনে ফিরে চাইব----
তখনও তুমি বলবেনা
থেকে যাও...।।
তাহলে একাই আমি নিরুদ্দেশ হব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।