আসন্ন লোকসভা অনুষ্ঠানে একাই লড়বেন। কোনও পক্ষেই থাকবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের স্বার্থের কথা দিল্লি দরবারে তুলে ধরার জন্যে সোমবার রাতে রাজধানীতে পৌঁছেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সংসদের সেন্ট্রাল হলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মঙ্গলবার দেখা করার কথা ছিল মুখ্যমন্ত্রীর। যদিও রাজনৈতিক মহলের একাংশের ধারনা ছিল লোকসভা ভোটের আগে জাতীয় রাজনীতির গতিবেগ বুঝতেই দিল্লির গিয়েছেন তিনি।
মঙ্গলবার প্রয়োজনীয় বৈঠক সেরে সংসদের সেন্ট্রাল হল থেকে বেরিয়ে অপেক্ষারত সাংবাদিকদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন আসন্ন লোকসভা অনুষ্ঠানে একাই লড়বেন। কংগ্রেস বা বিজেপি কারও সঙ্গেই যে আপাতত গাঁটছড়া বাঁধতে তিনি নারাজ তাও পরিষ্কার করে দেন। জানিয়ে দেন আসন্ন লোকসভা নির্বাচনে তার দল একাই লড়বে। কারও সাহায্য প্রার্থী তার দল নয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।