আমাদের কথা খুঁজে নিন

   

একাই এগারো জন!!! পেক পেক পেক

"মাসুদ পারভেজ মিঠু" দ্যা "পেক পেক পেক" বয়!!! সময় পরিবর্তনশীল। সময়ের সাথে সাথে মানুষ এবং মানুষের সাথে সাথে তার চিন্তা ভাবনাও পরিবর্তনশীল। আগে যে কাজটা এগারো জন মিলে করত এখন এই কাজটাই সময়ের পরিবর্তনের সাথে একজনের হাতে চলে এসেছে। কি বুদ্বি! কি শক্তি আমাদের! আগে দেখা এগারো জন মিলে ৯০ মিনিট কিংবা ২০০ মিনিট কাজ করে দর দর করে ঘাম ঝরিয়ে বাসায় ফিরত। আর এখন ৯০ মিনিট হয়ে গেছে ১০ মিনিট।

আর এগারো জনের নিয়ন্ত্রন নিজের হাতে। নিজে যত বেশী পাওয়া যায় এই চিন্তা আরকি। তাতেও তুষ্ট হয় না। মনে শুধু আক্ষেপ, ইশশ! আরেকটু সময় পেলে ১০ মিনিটে ২২ টা গোল দিতে পারতাম। আর ১০ ওভারে রান ৩৫০ করে ফেলতে পারতাম।

আমি জানি না আমার চিন্তাভাবনা কতটুকু সত্য কিংবা যুক্তি সংগত। কিন্তু আমার চোখে আমাদের ভবিষ্যত প্রজন্ম যারা এখন ক্যাপসুল বা ট্যাবলেট সাইজ তারা এই “একাই এগারো জন” এই লাইনে আছে। আমরা তো স্কুল থেকে বিকেলে বাসায় এসে কিছু খেয়েই ঝেড়ে একটা দৌড় দিতাম। বন্ধুদের কিংবা বড় ভাইদের সাথে ক্রিকেট খেলতাম। ঘন্টা দুয়েক অক্লান্ত পরিশ্রম করে ঘেমে টেমে বাসায় ফিরতাম।

অথবা ফুটবল খেলতে গেলে হাড় ভেঙ্গে বাসায় আসতাম (আমি ফুটবল অনেক ভয় পাই) কিন্তু এখন আমাদের ছোট ভাইয়েরা স্কুল থেকে এসে কম্পিউটার ছেড়ে ১০ ওভারের ক্রিকেট খেলে, ১০ মিনিটকে ৯০ মিনিট ভেবে ফুটবল খেলে। বলে বলে ছক্কা মেরে ৩৬০ করেও আফসুস করে। “ইশশ রান কম হয়ে গেছে। নো বল একটাও দেয় নাই” তখন মনে হয় বলি, মাঠে গিয়া দেখ ১০ ওভারে ৬০ রান করা কত কষ্ট। আজিব, যেখানে ১১ টা পুষ্ট শরীরধারী মানুষ মিলে ৫০ ওভারে ৬০ রান করতে পারে না সেখানে সে একজন ১০ ওভারে করে বুর্জ-ই-খলিফা’র সমান রান! আমি যে ওকে মাঠে যেতে বলব এই অধিকারও মনে হয় নাই।

আমরা নিজেরাই তো ওদের মাঠে যাওয়ার সুযোগ করে দেই না। স্কুল থেকে এসেই পড়া পড়া আর পড়া। এইভাবে তারা ভাবতে শেখে জীবন মনে হয় অনেক সহজ। এইজন্য এই ইট পাথরের যুগে তারা একটা চেয়ারে বসে একটা বক্সের সামনে বসে খেলতেই ভালোবাসে। আমাদের কি উচিত না তাদের মাঠে খেলার জন্য একটু সুযোগ করে দেয়া? এই জিনিসটা আমার মাথায়ও কিছুদিন আগে আসে নি।

সেইদিন ক্লাশে এক ম্যামের কথায় জিনিসটা মাথায় আসলো। উনার ছেলে কম্পিউটারে মাছ ধরার গেম খেলে। ম্যাম তখন ওকে আসল মাছ ধরার অভিজ্ঞতা এনে দেন। সপ্তাহে তিনদিন ওদের মাঠে নিয়ে গিয়ে খেলার জন্য দেন। উনার কাজগুলা অনেক ভালো লাগলো।

আসলেই আমাদের এইরকম কিছু করা দরকার। তাদেরকে একটু আসল জিনিসের ছোয়া দেয়া দরকার। এই বিষয়ে আপনাদের অভিমত কি? বিষয়বস্তু খারাপ মনে হলে বকা দিয়েন বা প্লীজ। সবাই ভালো থাকবেন। পেক পেক পেক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।