আমদানি-রপ্তানি কার্যক্রম গতিশীল করতে আট দফা সুপারিশ করেছে চট্টগ্রাম বন্দর উপদেষ্টা কমিটি। গতকাল রোববার বন্দর প্রশিক্ষণ ইনস্টিটিউটে কমিটির সপ্তম সভা থেকে এসব সুপারিশ করা হয়। সভা শেষে কমিটির সভাপতি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের এই আট দফা সুপারিশের কথা জানান।
মন্ত্রী বলেন, আদালতে মামলা নিষ্পত্তি হলে নিউমুরিং কনটেইনার টার্মিনাল বন্দরের নিজস্ব ব্যবস্থাপনায় চালুর পদক্ষেপ নেওয়া হবে। আগামী জুনের মধ্যে ঢাকার অদূরে পানগাঁও নৌ-টার্মিনাল চালুর পদক্ষেপ নেওয়া হবে।
নৌমন্ত্রী জানান, ব্যবহারকারীদের সুবিধার জন্য জাহাজ থেকে নামানোর পর বেসরকারি ডিপোগামী কনটেইনার সরাসরি ডিপোতে নেওয়ার বিষয়ে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়েছে। পোশাকশিল্পের পণ্য ওঠানো-নামানোর মাশুল কমানোর প্রক্রিয়া, বন্দর চেয়ারম্যানের দণ্ডভাড়া মওকুফের ক্ষমতা বাড়ানো, নিলামপণ্য বন্দর থেকে খালাসে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্যও সুপারিশ করা হয় বৈঠকে। এ ছাড়া ট্রাক ও ট্রেইলর টার্মিনাল নির্মাণ এবং বন্দরে বেসরকারি যন্ত্রপাতি ব্যবহারে বিধি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।
নৌমন্ত্রী আরও বলেন, সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী একটি লিখিত বক্তব্য পাঠিয়েছেন। তাতে ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের কারণে নদী ছোট হয়ে যাচ্ছে বলে অভিযোগ করা হয়।
এ ছাড়া বন্দরের বিভিন্ন দুর্নীতির চিত্র চিঠিতে উল্লেখ ছিল। ওই চিঠিতে নিউমুরিং কনটেইনার টার্মিনাল চালু করা হচ্ছে না কেন, তা নিয়ে প্রশ্ন তোলেন। ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের ঠিকাদারের স্থানীয় প্রতিনিধির বিরুদ্ধেও অভিযোগ করেন তিনি।
সাবেক মেয়রের বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রকল্প শেষ হলে নদীর প্রশস্ততা ১৩০ মিটার বাড়বে বলে মন্ত্রী জানান। এর আগে নৌমন্ত্রীর সভাপতিত্বে সাড়ে তিন ঘণ্টাব্যাপী উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন সাংসদ মঈনউদ্দিন খান বাদল ও সামশুল হক চৌধুরী, নৌপরিবহন সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ প্রমুখ। বন্দর ব্যবহারকারী সংগঠনের প্রতিনিধিরাও এতে অংশ নেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।