আমাদের কথা খুঁজে নিন

   

চ্যাম্পিয়নস লিগ: ইপিএলময় হয়ে উঠছে....( ম্যানইউ, চেলসি, আর্সেনাল সবাই সেমিতে )



টানা ৩য়বারের মত ইংলিশ প্রিমিয়ার লিগের ৩টি টিম উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে......গত ২বার ম্যানইউ, চেলসি'র সাথে ছিল লিভারপুল এবং এবার এসেছে আর্সেনাল...... এবারের লিগে ইটালিয়ান টিমগুলোকে(রোমা,ইন্টার মিলান, জুভ) নকআউট রাউন্ডে ইংলিশ টিমগুলো বিদায় দিয়েছে এবং একমাত্র স্প্যানিশ টিম হিসেবে বার্সা টিকে আছে এখন....তাই নিশ্চিতভাবে বলা যায় গত ৩ সিজন ধরে লা লিগা ও সিরি'আ এর দৈন্য দশা .. টানা ৩ বার সেরা ৪ দলের মাঝে ৩টি দল আসছে ইপিএল থেকে... ইংলিশ লিগের মান বাড়ছে এবং সেই সাথে অন্য লিগগুলোর মান অপরিবর্তিত থাকায় ইংলিশ টিমগুলোর এরকম ভাল রেজাল্ট সম্ভব হচ্ছে..... তবে এবার গাস হিডিংকের স্ট্রাটেজি যদি বার্সাকে থামাতে না পারে তাহলে তারাই নিশ্চিতভাবে চ্যাম্পিয়ন বলে দেয়া যায়.... আমি ম্যানইউ এর সমর্থক...তবে তারা যে জিতবে সে আশা করতে পারছি না

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.