আমাদের কথা খুঁজে নিন

   

সবচেয়ে বড় গুহা!!!!

ভিয়েতনামের প্রত্যন্ত এলাকায়, একেবারে লাওস সীমান্তের কাছে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় গুহা সন ডং। সম্প্রতি ইংল্যান্ড ও ভিয়েতনামের এক যৌথ প্রত্নতাত্ত্বিক দল জঙ্গলের মধ্যে খোঁজাখুঁজি করতে গিয়ে খুঁজে পায় গুহাটি। গাছপালায় ঢাকা থাকায় এতদিন এ গুহার খবর কেউ পায়নি। এটির ভেতরে ঢুকলে বিস্ময়ে থ মেরে যেতে হয়। প্রশস্ত নদী বয়ে চলেছে গুহার মাঝ দিয়ে।

গুহার মধ্যে লম্বা থামগুলোর উচ্চতা ৭০ মিটার (২২৯ ফুট)। অর্থাত্ সন ডংয়ের ছাদ থেকে মেঝে পর্যন্ত উচ্চতা ২০তলা ভবনের সমান। অভিযাত্রী দলটি গুহার ভেতরে সাড়ে চার কিলোমিটার পর্যন্ত হেঁটে যেতে পেরেছিল। বন্যার পানির কারণে এরপর আর এগোতে পারেনি। সন ডং গুহাটির বেশিরভাগ অংশের দৈর্ঘ্য-প্রস্থের আয়তন ২৬২ ফুট বাই ২৬২ ফুট (৮০ বাই ৮০ মিটার)।

তবে কয়েক মাইল জায়গা জুড়ে এটির আয়তন আরও বেশি। সেখানে দৈর্ঘ্য-প্রস্থের আয়তন ৪৬০ বাই ৪৬০ ফুট (১৪০ বাই ১৪০ মিটার)। এর আগে সবচেয়ে বড় গুহার স্থানটি ছিল মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের ‘ডিয়ার কেভ’ বা ‘হরিণ গুহা’র। এটির সর্বোচ্চ জায়গার আয়তন ৩০০ বাই ৩০০ ফুট (৯১ বাই ৯১ মিটার)।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.