আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে
চারদিকে ছড়ানো তার নুর,
তাকিয়ে দেখ নিজের ভেতর
সে কখনও নয় তুই হতে কোন দুর।
সব সৃর্ষ্টির মাঝে তার আভাস
কোন মন্দির মাজার ছুটিস তুই, তোর নিজ মাঝে তার বাস।
প্রানের সকল বিন্দু বিন্দুতে
ক্ষুদ্র কীট হতে বিশাল তিমি বাসা সিন্ধুতে, তিনি বিরাজমান
যদি ভালবাসিস তাকে সত্যিকার তো
সকলকে ভালবাস, যদি বুকে জড়াস মুহাম্মদ (স) কে
তো কোন এতিমকে জড়া, এ ইবাদতের এই তো সুর।
চারদিকে ছড়ানো তার নুর।
(অন্য দুটি লাইন হতে গৃহিত এবং সংকলিত)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।