অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি
ইসলামী ছাত্র শিবিরের জন্ম কতসালে?
-১৯৭৭ সালে
তার আগে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠনের নাম কি ছিলো?
-ইসলামী ছাত্র সংঘ
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ইসলামী ছাত্র সংঘের ভূমিকা কি?
- ইসলামী ছাত্র সংঘের জেলা পর্যায়ের সভাপতিরা রাজাকার নামে পাকিস্তান সেনা বাহিনীর সহযোগী খুনী দলের কমান্ডারের পদ পেতেন। পরে এই ছাত্র সংগঠনের নেতারা আরো নৃশংস একটি দল গঠন করে যার নাম আল-বদর। স্বাধীনতার ঠিক আগে এই দেশের বরেণ্য বুদ্ধিজীবিদের হত্যা করে তারা।
ইসলামী ছাত্র সংঘের সঙ্গে ইসলামী ছাত্র শিবিরের মিল কোথায়?
- দুটোই আমাদের স্বাধীনতার বিরোধীতাকারী জামাতে ইসলামীর ছাত্র সংগঠন। দুটোরই ম্যানুয়েল এক।
সংঘ নামটায় একটু হিন্দুয়ানী ভাব আছে, তারও বেশী বোধহয় বুদ্ধিজীবিদের রক্ত। তাই চোখে ধুলো দিতেই ভোল পাল্টানি।
ইসলামী ছাত্র শিবিরের প্রথম সভাপতি কে?
- মীর কাশেম আলী।
স্বাধীনতা যুদ্ধে তার ভূমিকা কি ছিলো?
-তিনি ছাত্র সংঘের চট্টগ্রাম জেলার নেতা ছিলেন। আল-বদর কমান্ডার হিসেবে কুখ্যাতি কুড়িয়েছেন।
তাহলে কি ছাত্রদের প্রলুব্ধ করতে শিবিরের জন্ম '৭৭ সালে বলে কৌশলে মুক্তিযুদ্ধে নিজেদের পাপ লুকাতে চায় তারা, এমন মিথ্যে বলে?
- আবার জিগায়।
এর বেশী জানার ইচ্ছা থাকলে আবার পড়ো, দিব্যচক্ষু খুইলা যাবে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।