আমি কবি নই ছড়াকারও নই
মানুষের আশাবাদিতা আর ধৈর্য্যের সীমা কতটুকু!
একজন মানুষ কতটুকু লড়াই করতে পারে? কত জনের সাথে? কত ভাবে? কত সময় ধরে?
একজন মানুষ কতটুকু আপোষ করতে পারে? কার সাথে? কেন? কত দূর?
মানুষ কিসের দায় গ্রহণ করবে কিসের মূল্য দেবে? অন্যের কাজের-কথার না নিজের কাজের-কথার?
প্রশ্নগুলো সহজ, উত্তরগুলোও আমাদের প্রত্যেকের কাছেই আছে আমাদের নিজের মতো করে।
কিন্তু আজ প্রশ্নগুলো খুব কঠিন লাগছে। নিজেকে একদম উপায়হীন আর অসহায় লাগছে।
এরকম সময় কারো জীবনে কখনো না আসুক।
বিঃদ্রঃ প্লিজ ডোন্ট আস্ক মি, আমার কি হয়েছে? আমি ক্ষমা চাচ্ছি, আমি তার উত্তর দিতে পারবো না। শুধু বিনীত অনুরোধ করবো যদি ঈশ্বরে ও প্রার্থনায় আপনার কোন বিশ্বাস থেকে থাকে তাহলে অনুগ্রহ আমার জন্য একটু প্রার্থণা করুন। এই মুহুর্তে একটু প্রার্থণা আমার খুব প্রয়োজন। আমি এই মুহুর্তে এতোটাই ডেসপারেট যে, প্রার্থনার আদৌ কোন শক্তি আছে কিনা সেটা যাছাই করতে খুব তীব্র ইচ্ছে করছে!
আল্লাহ আমাকে তার পরম ক্ষমাশীলতা গুণের উসিলায় ক্ষমা করুন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।