আমাদের কথা খুঁজে নিন

   

প্রশ্নগুলো সহজ আর উত্তরও তো জানা

শাহবাগ আন্দোলনের ইমরান এইচ সরকার কি নাস্তিক? না। টকশোতে বাঘা বাঘা রাজনীতিবিদদের ঘোল খাওয়ানো মারুফ রসূল কি নাস্তিক? না। আরিফ জেবতিক কি নাস্তিক? না। অমি পিয়াল কি নাস্তিক বা ধর্মের নামে এই পর্যন্ত কোনো কুৎসা রটনার প্রমাণ আছে? না। শাহবাগের মাইক থেকে আল্লাহ-রাসূলের বিরুদ্ধে কিছু বলা হয়েছে? না।

কুরআন পুড়ানোর ব্যাপারে বলা হয়েছে? না। শাহবাগে আসা সবাই কি নাস্তিক? না। থাবা বাবা কি নাস্তিক? হ্যাঁ। আন্দোলনের সাথে তার সম্পর্ক কি? অন্য সবার মত সাধারণ কর্মী, অংশগ্রহণকারী। আসিফ মহিউদ্দিন কি নাস্তিক? হ্যাঁ।

আন্দোলনের সাথে তার সম্পর্ক কি? তেমন কিছুই না। মাঝে মধ্যে ছুটকা দুয়েক জায়গায় নিজেকে আয়োজক দাবী করে। কিন্তু এই পর্যন্ত একবারও মূল মঞ্চের মাইকের ধারে কাছে যেতে পারেনি। জামায়াত-শিবির কি ইসলামের নামে অপকর্ম করেছে? হ্যাঁ। একাত্তরে জামায়াতে ইসলাম কি ইসলামের নামে মিথ্যাচার করে মানুষ হত্যা করেছে? হ্যাঁ।

শুক্রবার ককটেল হাতে মসজিদের ভেতরে যাওয়াতে কি ধর্মের অবমাননা হয়েছে? হ্যাঁ। মসজিদের গালিচা, ধর্মীয় বই পোড়ানোতে কি অবমাননা হয়েছে? হ্যাঁ। মসজিদের বারান্দায় বিনা দোষে সাংবাদিকদের পেটানোতে কি শান্তির ধর্ম ইসলামের নাম খারাপ হয়েছে? হ্যাঁ। শাহবাগে কি দাবী করা হয়েছে? যারা যুদ্ধাপরাধে সংশ্লিষ্ট তাদের ফাঁসি, জামায়াত শিবির নিষিদ্ধ। ইসলাম কি এই দাবি সমর্থন করে? হ্যাঁ।

এত কিছুর পরেও যারা জামায়াত-শিবিরের চক্রান্ত না দেখে শাহবাগে শুধু দুচারজন নাস্তিকের জন্য পুরা শাহবাগকেই নাস্তিকতার আড্ডাখানা হিসেবে খুঁজে পায় তাদের বিচার বুদ্ধি বিবেচনা নিয়ে বলবার আর কিছু নেই। আল্লাহ তায়ালা মানুষকে জ্ঞান, বুদ্ধি, বিবেক দিয়েছেন তা ব্যবহারের নিমিত্তে, জামায়াত শিবিরের কাছে বন্ধক দেবার জন্য নয়। সূত্র : সংগৃহীত  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.