আমাদের কথা খুঁজে নিন

   

প্রশ্নগুলো থেকেই যায়!

জীবনের জন্যই এই সব কথামালা সাদা মেঘের দল আকাশ থেকে নামতে নামতে ঠিক লাফ দেয়া দুরত্বে এসে ফিরে গেলো...... আমার স্পর্শ করাটা আর হলো না খুব বেশি কি কষ্ট পেলাম? বলা যাবে না।। কথার খৈ ফুটাবে বলে নিরবতায় বন্দি রেখে অবাক পাখি উড়ে গেলো সুদূরে... আমার আর কারো কন্ঠই শোনা হলো না একটা নীলাভ দুঃখ বয়ে গেলো। আসলেই কি গেলো? বিশ্বাস রেখে সম্মুখে গেলেই, কেউ এসে হাতটি ধরে কতটা বার আউলিয়ার হাওর পাড়ি দিলাম পা ফুঁড়ে রঙ ছড়ালাম ধুলো মাঠে, পথের শেষে অন্ধকার নামে, এলোনা কেউ বিশ্বাস কি ভুলেই ছিলো? জেনেছিলাম, কষ্ট বুকে ধারণ করলেই সুখ ধরা দিবে একটা অদৃশ্য পাহাড় গড়ে উঠলো সুখ কি জানা হলো না। একটা সুখ রেখার উঁকি ছিলো, বলে গেলো কেউ আসলেই কি সুখ ছিলো?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.